কুমিল্লায় ১০ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি
১০ শর্তে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপিকে বিভাগীয় গণসমাবেশের অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে সিনিয়র সহকারী কমিশনার রাজিব চৌধুরীর সই করা অনুমতিপত্র প্রদান করা হয়। বুধবার (২৩ নভেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন।
আগামী ২৬ নভেম্বর, শনিবার কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির কুমিল্লাৱ বিভাগীয় সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের অনুমোদন চেয়ে কুমিল্লা জেলা প্রশাসন বরাবর বিএনপি নেতাদের আবেদনের প্রেক্ষিতে ১০টি শর্ত মেনে তাদেরকে সমাবেশের অনুমতি দেওয়া হয়।
সমাবেশের শর্তগুলো হলো-দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সামাজিক ধর্মীয় মূল্যবোধ, রাষ্ট্রীয় ভাবমূর্তি ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন বক্তব্য রাখা যাবে না, ব্যানার-ফেস্টুন ইত্যাদি ব্যবহার সীমিত করতে হবে, ব্যানার-ফেস্টুন, পতাকা স্ট্যান্ড হিসেবে কোনও লাঠি ব্যবহার করা যাবে না, সমাবেশ বিকাল সাড়ে ৪টার মধ্যে শেষ করতে হবে, মাইকের ব্যবহার সীমিত রাখতে হবে, উচ্চ শব্দে মাইক ব্যবহার করা যাবে না, যানবাহন শহরের ভেতরে প্রবেশ করানো যাবে না, রাস্তা বন্ধ করে সমাবেশের কর্মসূচি পালন থেকে বিরত থাকতে হবে, মোটর শোভাযাত্রা ও মিছিল করা যাবে না, সমাবেশে অংশগ্রহণের উদ্দেশ্যে নেতাকর্মীদের আসা-যাওয়ার পথে কোনও প্রকার নাশকতাপূর্ণ কর্মকাণ্ড তথা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে এমন কর্মকাণ্ড করা যাবে না, সমাগত নেতাকর্মীরা যাতে কোনও প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন, দায়িত্বশীল নেতৃবৃন্দ তথা আয়োজকদের সেই দায়িত্ব নিতে হবে এবং স্টেজ তৈরির সঙ্গে যারা জড়িত তারা ছাড়া অন্য কেউ সমাবেশ শুরুর আগে সমাবেশস্থলে প্রবেশ কিংবা অবস্থান করতে পারবে না।
সমাবেশের অনুমোদনে শর্তের বিষয়টি নিয়ে জানতে চাইলে কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাই। কোনো শর্তের বেড়াজালে আমাদের আটকে রাখা যাবে না। তারপরও প্রশাসনের শর্তের বিষয়টি নিয়ে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলাপ করবো।
মহানগর বিএনপির সদস্য কাউসার জামান বাপ্পী বলেন, শর্ত মেনেই আমরা গণসমাবেশ করবো। যতো শর্তই দেওয়া হোক, সমাবেশ লোকে লোকারণ্য হবে। আগামী ২৬ নভেম্বর জনসমুদ্রে পরিণত হবে কুমিল্লার বিভাগীয় গণসমাবেশ।
এদিকে কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৩ নভেম্বর) সকালে নগরীতে ব্যাপক প্রচারণা চালিয়েছেন এবং লিফলেট বিতরণ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
মহানগর বিএনপি নেতা কাউসার জামান বাপ্পীর নেতৃত্বে এদিন বেলা সাড়ে ১১টার দিকে কান্দিরপাড় লাকসাম রোডস্থ পৌর মার্কেট প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে লিফলেট বিতরণ শুরু করেন নেতৃবৃন্দ।
এ সময় মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এএজেড