ঢাকায় সমাবেশ: দর কষাকষিতে বিএনপি-ডিএমপি
রাজধানীতেই অনুমতি পাওয়ার আশা নিয়ে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইতোমধ্যে তারা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। বিএনপি ঘোষিত এই কর্মসূচিকে কেন্দ্র করে নির্দিষ্ট জায়গার অনুমতি নিয়ে দর কষাকষিতে পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে বিএনপি-ডিএমপি।
বিএনপির দলীয় সূত্র বলছে, অবশ্য সমাবেশের এই বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে দলটির প্রতিনিধিদলকে বলা হয়েছে, নয়াপল্টনের দলীয় কার্যালয় বা সোহরাওয়ার্দী উদ্যানে নয়, ১০ ডিসেম্বর বিএনপির ঢাকার গণসমাবেশের জন্য বিকল্প জায়গার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সেটা মানতে নারাজ বিএনপি।
পুলিশ সূত্রে জানা যায়, বিভাগীয় সমাবেশ বিবেচনায় ঢাকার কাছাকাছি টঙ্গী ইজতেমা মাঠ, পূর্বাচল বাণিজ্য মেলার মাঠ কিংবা মিরপুরের কালশীতে সমাবেশ করার জন্য দলটিকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়ছে। যদিও সেটা চূড়ান্ত নয়।
পুলিশের এমন প্রস্তাবনার প্রত্যাখ্যান করে এবং সংস্থাটির সমালোচনা করে বিএনপি নেতা-কর্মীরা বলছেন, ঢাকার মহাসমাবেশ যেকোনো মূল্যে মহানগরের মধ্যেই করতে দিতে হবে। পুলিশ অনুমতি না দিলেও সেটা আমরা করব।
ঢাকার গণসমাবেশের জন্য আগেভাগেই পুলিশের অনুমতির জন্য ডিএমপিতে যায় বিএনপির একটি প্রতিনিধিদল। তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে কি না জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেন, বিএনপির প্রতিনিধিদল সমাবেশের অনুমতি চেয়েছে এবং তারা নির্ধারিত জায়গা চায়। এসব বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়টি যখন সিদ্ধান্ত নেবেন তখন বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিনিধিদলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশের জন্য ঢাকা মহানগর ছাড়া বিকল্প অন্য কিছু আমরা চিন্তা করছি না। সমাবেশ ঢাকাতে হবে এবং আমাদের পছন্দের জায়গায়। আমরা আশা করব, পুলিশ আমাদের সমাবেশের অনুমতি দিবে।
তিনি বলেন, আমরা ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করতে চেয়েছি। এতে ভয়ের কিছু নাই। আমরা কোনো দলের সঙ্গে যুদ্ধ কিংবা মারামারি করতে চাইনি।
পুলিশের উদ্দেশ্যে আবদুস সালাম বলেন, ভালোই ভালোই আমাদের সমাবেশের অনুমতি দিয়ে দেন। কিন্তু ১০ ডিসেম্বর সমাবেশকে কেন্দ্র করে যদি বাড়াবাড়ি হয় তাহলে এই ঢাকায় কী হবে জানি না। আমরা নয়াপল্টনেই সমাবেশ করতে চাই। কয়েকদিন আগে যুবলীগ ঢাকায় সমাবেশ করেছে আমরা কি বাধা দিয়েছি? বাধা দেই নাই। আমাদের সমাবেশেও বাধা দেবেন না। আশা করি বুঝতে পেরেছেন।
এ প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আমরা ঢাকায় সমাবেশ করব। কোনো বাধা সমাবেশকে আটকে রাখতে পারবে না। আমরা সৌজন্যতার ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে পুলিশ কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছি। তারা আওয়ামী লীগকে সমাবেশ করার অনুমতি দিয়েছে। আমাদের সমাবেশের অনুমতি দিতে গড়িমসি করছে। তারা কোন পক্ষে কাজ করছে পরিষ্কার অনেক কিছু বোঝা যায়।
তিনি বলেন, এসব কোনো কিছু আমরা মানব না। সমাবেশ ঢাকায় হবে এবং আমাদের নির্ধারিত স্থানেই হবে। কোনো বাধা আসলে সেটা বিএনপি সাংগঠনিকভাবে মোকাবিলা করবে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বিএনপির সমাবেশের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।
কেএম/এসজি