বিএনপির গণসমাবেশে যোগ দিতে সিলেটে ইশরাক
বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে সিলেটে এসে পৌঁছেছেন ইশরাক হোসেন। তিনি ঢাকার সাবেক মেয়র ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে। নেতা-কর্মীসহ ইশরাক হোসেনের গাড়ি বহর বেলা সাড়ে ১১টায় সিলেট শহরে এসে পৌঁছালে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। তবে যানজটের মধ্যেও থামেনি মিছিল। গাড়ির ভেতর থেকে নেতা-কর্মীদের শ্লোগান দৃষ্টি কাড়ে পথচারীদের।
এ সময় ইশরাক হোসেন জানান, সরকার পতনের আন্দোলন এখন থেকেই শুরু করতে হবে। আর পূণ্য ভূমি থেকে এর শুভ সূচনা ঘটাতে চাই।
তিনি বলেন, এই সরকারকে যতো সময় দেওয়া হবে ততোই দুর্ভোগ বাড়বে দেশের মানুষের। আজ বিএনপির দাবি জনদাবিতে পরিণত হয়েছে বলে সিলেটের সমাবেশে গণজোয়ার বইছে মানুষের। আর মানুষের কণ্ঠ থেকে কেবল আওয়াজ আসছে-‘শেখ হাসিনা নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ ।ে
এর আগে গণসমাবেশকে ঘিরে শুক্রবার (১৮ নভেম্বর) রাতে সিলেটে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি গণসমাবেশ স্থলে ছুটে যান এবং সেখানে অবস্থানরত নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে গণসমাবেশ শুরু হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসআইএইচ