নয়াপল্টনে কৃষক সমাবেশ চলছে

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ চলছে।
শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ কৃষক সমাবেশ শুরু হয়। কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সার, বীজ, ডিজেল, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো এবং কৃষি পণ্যের ন্যায্যমূল্য, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ কৃষক সমাবেশের আয়োজন করা হয়।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চলনায় এরই মধ্যে কৃষক সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, আমিনুল হক, তাবিথ আউয়াল, ইকরাক হোসেন, যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন প্রমুখ।
এমএইচ/এসজি
