১০ ডিসেম্বর গণসমাবেশ: ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশস্থলের অনুমতির জন্য ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করছে বিএনপি নেতারা।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
এতে উপস্থিত আছেন- ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আব্দুস সালাম, দক্ষিণের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্যসচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।
অন্যদিকে, ডিএমপি কমিশনার অফিসের সূত্রে জানা যায় এই বৈঠকে উপস্থিত আছেন— ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের অতিরিক্ত কমিশনার হাফিজ হাফিজ আক্তার, ডিবি পুলিশের প্রধান ডিআইজি হারুন অর রশিদসহ ডিএমপির পুলিশের উদ্বোধন কর্মকর্তারা।
জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসেন বলেন, ডিএমপি কমিশনার স্যারের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক চলছে। কি বিষয়ে বৈঠক হচ্ছে সেটা বৈঠক শেষে জানা যাবে।
খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ১০ ডিসেম্বর সমাবেশকে কেন্দ্র করে ডিএমপি কমিশনারের অনুমতি নেওয়ার জন্য আজকের এই বৈঠক। বৈঠকের পর বিএনপি নেতারা এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
কেএম/আরএ/