বনানী থেকে বিএনপির ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও বেকায়দায় ফেলার জন্য রাজধানীর বনানীর এসকেএস টাওয়ারের একটি ফুডকোর্টে গোপন বৈঠকের সময় বিএনপির ৩২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ।
শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বনানী থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ ও উত্তর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান বাচ্চু রয়েছেন।
শনিবার (১২ নভেম্বর) কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মুঠোফোনে ঢাকাপ্রকাশ-কে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বনানী এসকেএস টাওয়ারের একটি ফুডকোর্টে তারা গোপন বৈঠক করছিল। ঠিক সেসময় তাদের গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই।
ওসি আরও বলেন, তারা সবাই সরকাররিবোধী লোক এবং সরকারবিরোধী আন্দোলন ও অন্যান্য প্ল্যান করছিল তারা।
জানা গেছে, আসামিদের মধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে কাফরুল থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে বেশ কয়েকজন বিভিন্ন মামলার আসামি। এর মধ্যে পুলিশের উপর হামলা ও ককটেল বোমা উদ্ধারের অভিযোগে গত ২৩ অক্টোবর দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
কেএম/এসজি