নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ শুরু
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে (৭ নভেম্বর) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের সিনিয়র নেতারা উপস্থিত আছেন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সভাপতিত্ব করছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী। সমাবেশ দুপুর ২.৫৭ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত করে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
সমাবেশ মঞ্চের সামনে জায়গা পেতে দুপুর ১২টা আগে থেকেই বিভিন্ন স্থান থেকে নেতা কর্মীরা এসে উপস্থিত হয়। অনেকে ব্যাগে করে দুপুরের খাবারও নিয়ে এসেছেন। ঢাকা মহানগরসহ গাজীপুর নারায়নগঞ্জ মানিকগঞ্জ ছাড়াও বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছে নেতা-কর্মীরা।
নেতা-কর্মীদের খণ্ড খণ্ড মিছিলে ব্যানারসহ মাথায় ব্যান্ড লাগানো অনেকেই হাতে খালেদা জিয়া ও তারেক রহমানের প্লাকার্ড বহন করছেন। রং-বেরংয়ের গেঞ্জি পরে সমাবেশে যোগ দিচ্ছেন।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে ফকিরাপুল থেকে কাকরাইলগামী সড়কে যানপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া, সাদা পোশাকসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এমএইচ/এমএমএ/