আগুন সন্ত্রাসের সঙ্গে সম্পর্ক আওয়ামী লীগের: আমির খসরু
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগুন নিয়ে খেলা হচ্ছে না, নাটক হচ্ছে। নাটকটা হচ্ছে বিগত দিনের আগুন সন্ত্রাস যারা করেছে তারাই অপপ্রচার ও মিথ্যাচার করছে। বিএনপি ভদ্রলোকের দল। বিএনপি লগি বৈঠা চিনে না, গুম-ক্রসফায়ার, বিচারবহির্ভূত হত্যা বুঝে না। বুঝে না পুলিশ কাস্টোডিতে নির্যাতনের নামে পঙ্গু করে দেওয়া। বিএনপি হামলা-মামলা, দমন-নিপীড়ন করে গণতান্ত্রিক আন্দোলন দমনের পথ বেছে নেয় না। ওইসবের রাজনীতি বুঝে আওয়ামী লীগ। তাই বিএনপির সঙ্গে আগুনের সম্পর্ক নেই, সম্পর্ক জনগণের সঙ্গে। আর যাদের সঙ্গে জনগণ নেই তারা এই কাজ করে।
বুধবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশন নামে একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করেছে।
আমির খসরু বলেন, তবে কারা আগুন সন্ত্রাস করে, মানুষ হত্যা করে, গুম করে, কীভাবে করেছে এর সঙ্গে কারা জড়িত এদের প্রতিটি ডকুমেন্ট আমাদের হাতে আছে। অপেক্ষা করছি যখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তখন ওই আগুন সন্ত্রাসীদের বিচার হবে। বিচারের মুখোমুখি করা হবে তাদেরই যারা হত্যা-গুম-খুনের সঙ্গে জড়িত, যারা ব্যাংক নোট, শেয়ার বাজার লুট করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে তাদের বিচার হবে।
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির এই চেয়ারম্যান বলেন, আমি সাধারণত শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ নেতাদের বিএনপিকে নিয়ে দেওয়া বক্তব্যের কোনো উত্তর দিতে চাই না। কারণ তাদের কথাবার্তার মধ্যে ঢুকলে আন্দোলনের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। ওরা এটাই চায় তাদের আজেবাজে কথার মধ্যে ঢুকে আমরা মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরে যাই। তাই বিএনপিসহ দেশের জনগণকে বলব নির্ভয়ে সামনে এগিয়ে যান। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। শেখ হাসিনা দেশকে যেখানে নিয়ে গেছে সেই গর্ত থেকে বের করতে হলে নতুন নতুন কৌশল অবলম্বন করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের কোনো নেতার সঙ্গে জিয়াউর রহমানকে তুলনা করার সুযোগ নেই। উনি মুক্তিযুদ্ধের ঘোষক, যুদ্ধ করেছেন নেতৃত্ব দিয়েছেন। উনার জায়গা অনেক উঁচুতে।
আমির খসরু বলেন, শেখ হাসিনার পরবর্তীতে বাংলাদেশকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে মেধাভিত্তিক রাজনীতিকে প্রাধান্য দিতে হবে। কারণ চলমান রাজনীতিতে গঠিত সংসদে টাকার খেলা, পেশি শক্তি দুর্নীতিবাজদের চক্রে দখলে এদের পরিবর্তনেই আমরা দুই কক্ষ সংসদ নিয়ে আলোচনা করছি।
খসরু বলেন, আমাদের গণজাগরণ শুরু হয়েছে। বাঁধ ভেঙেছে। জনগণের জোয়ার উঠেছে। জনগণ আমাদের গণসমাবেশে কীভাবে অংশ নিচ্ছে সবাই জানেন। এত পরিবর্তন অতীতে মানুষ কখনো দেখেনি। আমরা তো কাউকে কিছু দিচ্ছি না। তবুও মানুষ দুই-তিন দিন ধরে রাস্তায় খেয়ে না খেয়ে পড়ে থাকছে। কেউ খেতেও পারছে না ভালোমতো। নারী-পুরুষ সবাই আসছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেছেন বিএনপির সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম।
এসএন