মিথ্যাচার-প্রপাগান্ডা আওয়ামী লীগের রাজনীতির প্রধান লক্ষ্য: রিজভী
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়া ও বিএনপির নামে মিথ্যাচার প্রপাগান্ডা করাই আওয়ামী লীগের রাজনীতির প্রধান লক্ষ্য।
বুধবার (৯ নভেম্বর) নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জনগণ বিএনপির বিভাগীয় গণসমাবেশে ছুটে আসছে সব হামলা, মামলা, বাধা-বিপত্তিকে উপেক্ষা করে। একের পর মহাসমাবেশগুলো সফল করে জনগণ বার্তা দিয়েছে তারা আর নিশিরাতের ভোট ডাকাত সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।
রিজভী বলেন, আওয়ামী লীগ আত্মবিশ্বাস হারিয়েছে। তাই কথাবার্তায় শুধুই দম্ভের বিকৃত প্রকাশ। আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক, আজকের বাস্তবতা হচ্ছে, মাফিয়া সরকারের শত বাধা বিপত্তি উপেক্ষা করেও সারাদেশে বিএনপির মহাসামবেশগুলোতে মানুষের উপস্থিতি প্রমাণ করে দেশের সচেতন জনগণ খালেদা জিয়া এবং বিএনপি সম্পর্কে আওয়ামী লীগের মিথ্যাচার-অপপ্রচার বিশ্বাস করে না।
তিনি আরও বলেন, পতনের ভয়ে আর্তনাদ করছেন। দুর্নীতির উলম্ফন এবং উন্নয়নের ফানুস উড়িয়ে কোনো কাজ হচ্ছে না দেখে প্রায় প্রতিদিন শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদরা অসত্য, বিভ্রান্তমূলক, মনগড়া ও মিথ্যাচার করছেন। চারিদিকে দুর্নীতির বৈচিত্রময় বিন্যাস আড়াল করতেই গত দুই দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বহুমাত্রিক মিথ্যাচার, অপপ্রচার অব্যাহত রেখেছে।
সাবেক এই ছাত্র নেতা বলেন, গুম, খুন, লুটপাট, ভোট ডাকাতি, কেন্দ্রীয় ব্যাংক লুট, অর্থ পাচার, চাপাবাজি, মিথ্যাবাজি, সীমাহীন মূল্যস্ফীতি, ধোকাবাজির রাজত্ব চলছে সারাদেশে। এখনি দেশের রাজকোষ খালি হয়ে গেছে। ব্যাংকগুলো ধ্বংস হয়ে গেছে। তেল গ্যাস কিনতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না। মিল-কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। শেখ হাসিনা দেশ চালাতে পারছেন না। লুটেপুটে চেটেপুটে অর্থনীতি, ব্যাংক, রিজার্ভ সব খেয়ে ফেলেছে। কত টাকা ব্যাংক রিজার্ভ আছে তা নিয়ে সরকার নিয়মিত মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। অনেক ব্যাংক দেউলিয়ার পথে, তারা গ্রাহককে বড় অংকের টাকা দিতে পারছে না। সরকার ব্যাংক থেকে ঋণ নিতে না পেরে রিজার্ভের স্বর্ণ নিলামে বিক্রি করছে।
তিনি বলেন, যুবদলের সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নুকে গতকাল তার মোহাম্মপুরস্থ অফিস ডিবি পরিচয়ে পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদারকে হাইকোর্টের পাশের রাস্তা থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার হারুন উর রশীদ হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমি আলী আকবর চুন্নুকে অবিলম্বে পরিবারের কাছে হস্তান্তরের জোর আহ্বান জানাচ্ছি। রফিক হাওলাদার এবং হারুন উর রশীদ হারুনের নিঃশর্ত মুক্তির দাবি করছি।
এমপি/আরএ/