‘গণতন্ত্রের জন্য জীবন দিতেও প্রস্তুত খালেদা জিয়া’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘খালেদা জিয়াকে জেলে পাঠাবেন বলে দেশের মানুষের সঙ্গে ব্ল্যাকমেলিং করছেন শেখ হাসিনা। আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যদি ব্ল্যাকমেলিং করেন তাহলে আগামী দিনে আপনাদের জন্য চরম দুঃসংবাদ আছে। ব্ল্যাকমেলিং করে খালেদা জিয়াকে জেলে নেবেন, তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে লাভ নাই। গণতন্ত্রের জন্য খালেদা জিয়া জীবন দিতেও প্রস্তুত আছেন।’
শনিবার (৫ নভেম্বর) বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমি সাধারণত শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের কথাবার্তার উত্তর দিতে চাই না। কারণ উত্তর দিতে গেলে আমরা যে আন্দোলনে আছি সেখানে ব্যাহত হয়ে যাবে। আর ওরা চাচ্ছে আমাদেরকে সেই পথে নিয়ে যেতে। তারা বলেছেন, খেলা হবে। কিন্তু খেলা যে হবে সেটা কার সঙ্গে খেলা। কারণ আওয়ামী লীগ হচ্ছে থার্ড ডিভিশন দল আর বিএনপি ফার্স্ট ডিভিশন দল। আগামী দিনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সংসদ বাতিল করতে হবে। তখন সেকেন্ড ডিভিশনে আসতে পারেন। প্রথম ডিভিশন হয়তো সেকেন্ড ডিভিশনের সঙ্গে খেলতে পারে। তাই আগে পদত্যাগ করে মাঠে আসুন তখন খেলা হবে।’
নেতা-কর্মীদের উদ্দেশ্যে আমির খসরু বলেন, ‘আমরা আন্দোলন করছি, আপনারা আন্দোলনকে বিপ্লব ঘটিয়েছেন। এটাকে আর আন্দোলন বলা যায় না। সরকার সমাবেশকে কেন্দ্র করে যানবাহন বন্ধ করে আমাদের উপকার করেছে। আগামী দিনে আন্দোলনের জন্য কোনো যানবাহনের প্রয়োজন হবে না। ভয় ভীতির পরিবেশ সৃষ্টি করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেও দমন করতে পারেনি।’
এমএইচ/এসজি