নির্বাচন এলে সরকার মামলাকে ব্যবহার করে: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেল দিয়ে কি আন্দোলন রোধ করা যায় আওয়ামী লীগ ভালো জানে। তাদের দলের সর্বোচ্চ নেতাকেও জেল দিয়ে আন্দোলন বন্ধ করতে পারেনি।
তিনি বলেন, ‘দুর্ভাগ্য হচ্ছে আওয়ামী লীগের শাসনামল পাকিস্তানের মতোই। অথচ আমরা পাকিস্তানের কথা বললে তাদের গায়ে জ্বালা ধরে যায়।’
মঙ্গলবার (১ নভেম্বর) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিএনপিকে নিয়ে জনগণ বিপদে আছে ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, কাকে নিয়ে বিপদে আছে সেটা জনগণ বিবেচনা করবে।
জোবায়দা রহমান একজন পেশাজী তিনি কি রাজনীতিতে আসবেন এমনটা আশঙ্কা থেকেই সরকার তার বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা দিচ্ছে এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি আসবেন না এটা বলার সময় আসেনি। সরকারের মূল ভয় ও আশঙ্কাটাই হচ্ছে জিয়া পরিবার ও বিএনপিকে নিয়ে। এক এগারো সরকারের সময় বলা হয়েছিল মাইনাস টু কিন্তু প্রকৃতপক্ষে ঘটেছে মাইনাস ওয়ান।
খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার অভিযোগ করে তিনি বলেন, ‘তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে দেওয়া গ্রেপ্তারি পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের বিরুদ্ধে মামলার কোনো ভিত্তি নেই।’
মির্জা ফখরুল বলেন, নির্বাচন ঘনিয়ে আসলেই সরকার মামলা কে অস্ত্র হিসেবে ব্যবহার করে। ১৮ সালের নির্বাচনের আগে বিএনপি'র ১৯ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিল।
প্রতিটি ক্ষেত্রে বিচার ব্যবস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের টার্গেট হচ্ছে বিএনপিকে নির্মূল করা। সরকার বিএনপিকে নির্মূল করতে চাইলে কী হবে মানুষ তো বিএনপিকে চায়। তাই শত চেষ্টা করেও বিএনপিকে রোধ করা যাবে না এটা জনগণের দল, যোগ করেন তিনি।
এমএইচ/এমএমএ/