মির্জা ফখরুল টাকার উপর শুয়ে আছেন: ওবায়দুল কাদের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাকার উপর শুয়ে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরে-বাংলা নগর বাণিজ্য মেলার পুরাতন মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, তত্ত্ববধায়ক সরকারের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন। তত্ত্বাবধায়ক আর হবে না। আদালত মিউজিয়ামে পাঠিয়েছে। আমাদের দোষ কী? আমরা তো নিষিদ্ধ করিনি। উচ্চ আদালত নিষিদ্ধ করেছে। সেই তত্ত্বাবধায়ক না হলে নাকি নির্বাচনে যাবেন না? যাবেন যাবেন, গাধা পানি ঘোলা করে খায়।
তিনি বলেন, সময় আসলে দেখা যাবে নেতা কে? মুচলেকা দিয়ে গোপনে পালিয়েছে। বলেছিল জীবনে রাজনীতি করব না। লন্ডনে গেছে কে? আর সেই তারেক রহমান হচ্ছে ফখরুলের নেতা। ফখরুলের ফরমায়েশ দেয় লন্ডন থেকে ফখরুল এখানে যেমনি নাচাও তেমনি নাচো, পুতুলের কি দোষ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ ক্ষমতায় শেখ হাসিনার মতো সৎ লোক ছাড়া কাউকে মেনে নেবে না। তারা আসলে আবারও হাওয়া ভবন হবে। আবারও গণতন্ত্র হরণ করবে। বঙ্গবন্ধুকে খুন করেছে বিএনপি। শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল এই বিএনপি। খুনিদের হাতে কোনো দিন বাংলার মানুষরা নিরাপদ না। মানুষ খুনিদের ভোট দেবে না। খুনিদের জনগণ মেনে নেবে না। যত লাফালাফি করেন কর্মীদের বোঝাচ্ছেন ক্ষমতায় চলে আসছি। কত আহ্লাদ? কত সুখ? বিদেশ থেকে টাকা আসছে আমরা খবর নিয়েছি। বিচার হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে যত সমাবেশ করুক, যত ষড়যন্ত্র করুক ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। বিএনপি জানে ভোট হলে শেখ হাসিনার কাছে হেরে যাবে। হেরে যাবেন ফখরুল সাহেব, রেগে গেলে আরও হেরে যাবেন।
এসময় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, রংপুরে সমাবেশ হচ্ছে জানেন তো? কত রঙ্গ। কথায় কথায় রঙ্গ। কত রঙ্গ দেখাইলা। রঙ বেরঙয়ের নাটক। রংপুরে ৩ দিনে আগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সব এনে শুয়াইয়া রাখছে। মঞ্চের সামনে শুয়ে আছে। মঞ্চের উপর শুয়ে আছে। গাড়ির ছাদের উপর শুয়ে আছে, গুদাম ঘরে শুয়ে আছে। ফখরুলের খবর কী? ফখরুল শুয়ে আছে টাকার বস্তার উপর। টাকা রে টাকা। মনোনয়ন বাণিজ্যের টাকা। ফখরুল মহাখুশি। টাকা পাইলেই ফখরুল মহাখুশি। টাকার বস্তা বিছানার উপর নিয়ে ফখরুল শুয়ে আছে।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বেনজীর আহমেদের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সালমান ফজলুর রহমান। এ ছাড়া সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
এসএম/এসজি