সরকারকে এখন হরতাল দিতে হচ্ছে: আমির খসরু
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা অতীতে দেখেছি হরতাল দেয় বিরোধী দল, এখন হরতাল দেয় সরকারি দল। সরকার কোথায় গিয়ে দাড়িয়েছে যে তাদেরকে এখন হরতাল দিতে হচ্ছে।’
তিনি বলেন, ‘বিরোধী দল সরকারকে প্রতিরোধ করবে বলে ঘোষণা দেয় এখন শেখ হাসিনা সরকার বলছে বিরোধী দলকে প্রতিরোধ করবে। অর্থ্যাৎ আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। তাদের রাজনৈতিক নির্ভরশীলতা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ লীগ, ছাত্রলীগ-যুবলীগ।’
শনিবার (২৯ অক্টোবর) রংপরে বিএনপি আয়োজিত গণ-সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘কথায় কথায় ছাড় দেব বলে কথা বলছে। অথচ জনসমর্থন থাকলে রাজনৈতিক ভিত্তি হয় জনগণ। বিএনপির রাজনৈতিক ভিত্তি হচ্ছে বাংলাদেশের জনগণ। এই দলটির সৃষ্টি হয়ে ছিল মুক্তবাজার অর্থনীতিসহ বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে মানুষকে ক্ষমতায়ন করা। আজকে বাংলাদেশে সবকিছু অনুপস্থিত।’
সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের সরকার পতনের আন্দোলনে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ‘আমরা তো আন্দোলনের কথা বলেছিলাম এখন আপনারা বিপ্লব ঘটিয়েছেন।
শেখ হাসিনা থেকে শুরু করে তার দল ও মন্ত্রী-এমপিরা এলোপাতারি বক্তব্যে দিচ্ছেন...মাথা উড়ে গেছে। কাজেই তাদের কথায় কান দেবেন না। কারণ, শেখ হাসিনা তার মন্ত্রী নেতাদের কথা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। যাদের কথা কেউ বিশ্বাস করে না তাদের কথার উত্তর দেওয়ার প্রয়োজনও পড়ে না। উত্তর দিতে গেলে বিএনপির মান সম্মান নষ্ট হবে। উত্তর দিতে হবে বিপ্লব ঘটিয়ে এই ফ্যাসিস্টদের পতন ঘটিয়ে।’
এমএইচ/এমএমএ/