এক যুগ পর কবি নজরুল কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি
দীর্ঘ এক যুগ পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল। শুক্রবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ ও সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের অনুমতি দেওয়া হলো।
সবশেষে ২০১০ সালে কবি নজরুল কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল। সাইয়্যেদুর রহমান সাঈদকে সভাপতি ও গাজী মো. কাউছার হোসাইনকে সাধারণ সম্পাদক করে কবি নজরুল কলেজ ছাত্রদলের ৩০২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এতে সিনিয়র সহসভাপতি পদে ইরফান আহমেদ ফাহিম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে কে এম সিরাজুল ইসলামকে। এ ছাড়া সহসভাপতি ৭০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৬২ জন, সহ সাধারণ সম্পাদক ৩৬ জন, সহ সাংগঠনিক সম্পাদক ৩৫, বিভিন্ন সম্পাদক পদে ৫৫ জন এবং ৩৯ জন সদস্য পদ পেয়েছেন ।
কবি নজরুল কলেজ ছাত্রদলের সভাপতি সাইয়্যেদুর রহমান সাঈদ বলেন, দীর্ঘ এক যুগ পরে কবি নজরুল কলেজ ছাত্রদলের বহুল কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ায় আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কবি নজরুল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কমিটিতে ত্যাগী ও নির্যাতিত কর্মীদের প্রাধান্য দেওয়া হয়েছে। এক যুগ পর কমিটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেতা-কর্মীরা।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ভাইয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। দেশমুক্তির আসন্ন যুদ্ধে কবি নজরুল কলেজ ছাত্রদল রাজপথে অগ্রগামী সৈনিকের ভূমিকা পালন করে এদেশের গণমানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে এবং কবি নজরুল কলেজ ছাত্রদলের প্রতিটি নেতা-কর্মী তাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কখনো রাজপথ ছেড়ে যাবে না।
এমবি/এসজি