নয়াপল্টনে যুবদলের সমাবেশ শুরু
বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ যুব সমাবেশ দুপুর আড়াইটায় শুরু হয়। প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত, এরপর জাতীয় সংগীত ও দলীয় সংগীত দিয়ে শুরু হয়।
যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও বক্তব্যে রাখবেন দলের সিনিয়র নেতারা। সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
যুব সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে আরামবাগ ফকিরাপুল নয়াপল্টন কাকরাইল বিজয়নগর মৎস্য ভবন পর্যন্ত যানবাহন চলাচল সীমিত আকারে চলাচল করতে দেখা গেছে।
১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। প্রথমে আবুল কাশেমকে আহ্বায়ক করে যুবদলের কমিটি গঠন করা হয়। পরে আবুল কাশেমকে সভাপতি ও সাইফুর রহমানকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়। এর পর বিভিন্ন সময়ে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব যুবদলের নেতৃত্ব দেন।
চলতি বছরের গত ২৭ মে যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি করা হয়েছে সুলতান সালাউদ্দিন টুকুকে, সাধারণ সম্পাদক করা হয়েছে মোনায়েম মুন্নাকে, সিনিয়র সহসভাপতি পদে আনা হয়েছে মামুন হাসানকে, সহসভাপতি পদ দেওয়া হয়েছে নুরুল ইসলাম নয়নকে, সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে শফিকুল ইসলাম মিল্টনকে, ২ নম্বর যুগ্ম সম্পাদক করা হয়েছে গোলাম মওলা শাহীনকে। সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন ইসাহাক সরকার।
এসএন