জনগণ সরকারকে ত্যাজ্য করেছে: রিজভী
গত শনিবার (২২ অক্টোবর) খুলনায় বিভাগীয় সমাবেশে যোগদানের আগে ও পরে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হামলায় বিএনপির যেসব নেতা-কর্মী আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মঙ্গলবার (২৫ অক্টোবর) যশোর ও খুলনায় আহত নেতা-কর্মীদের দেখতে যান রিজভী।
রিজভী খুলনার ফুলতলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দলের ৪৮ আহত নেতা-কর্মীর খোঁজখবর নেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে কুশল বিনিময় ও দ্রুত আরোগ্য কামনা করেন। এ ছাড়া তিনি যশোরের কেশবপুরে ৪ জন এবং মনিরামপুরে ৫ জন আহত নেতা-কর্মীর খোঁজ নেন।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আহত নেতা-কর্মীদেরকে দেখতে এসেছি। যারা গত শনিবার খুলনা বিভাগীয় সমাবেশে যোগাদানের আগে ও পরে প্রশাসন ও আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়েছেন এবং রক্তাক্ত জখম হয়েছেন তাদেরকে দেখতে পাঠিয়েছেন।
তিনি বলেন, আসলে শেখ হাসিনা আর ক্ষমতায় নেই। ক্ষমতায় আছে দেশের জনগণ। জনগণ তাকে ত্যাজ্য করেছে। যে কারণে তারা জোর জুলুম চালাচ্ছে।
আহত নেতা-কর্মীদের আশু সুস্থতা কামনা করে রিজভী বলেন, আমাদেরকে আরও তেজদীপ্ত ও শক্তিশালী হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, হারানো অধিকার ফিরে পাওয়ার আন্দোলন ও গণতন্ত্রের মা খালেদা জিয়াকে মুক্তির আন্দোলনের ঝাঁপিয়ে পড়তে হবে।
এমএইচ/এসজি