বিএনপি লাশের রাজনীতি করে না: নজরুল ইসলাম
বিএনপি লাশের রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার (২৩ অক্টোবর) ২০ দলীয় জোটের শরিক দুই দলের সঙ্গে সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে তিনি এই মন্তব্য করেন।
রবিবার বিকাল ৪টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাপ ভাসানী এবং বিকাল ৫টায় পিপলস লীগের চেয়ারম্যান গরিবে নেওয়াজের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে নজরুল ইসলাম খানও ছিলেন।
তিনি বলেন, লাশ যদি আন্দোলনের হাতিয়ার হয় তাহলে বিএনপির প্রায় হাজার খানেক মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। সাম্প্রতিক এই আন্দোলনে গত কয়েক মাসে আমাদের ৫ সহকর্মীকে হত্যা করা হয়েছে। লাশের কি অভাব আছে? কিন্তু আমরা লাশ নিয়ে রাজনীতি করি না। বরঞ্চ জনগণের দাবি আদায়ের জন্য লাশ হওয়ার প্রস্তুতি নিয়ে আমরা আন্দোলন করি। তারা যেসব কথা বলে এসব কথা তাদের। আর তাদের সঠিক বা ভালো কথা বলার মুখও নাই, সামর্থ্যও নাই।
খুলনার সমাবেশের দিন শনিবার সকালে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তারা তাদের যত সন্ত্রাসী, বিভিন্ন মামলার আসামি, খুনের, মাদকের, সন্ত্রাসের আসামিকে জনসভা উপলক্ষে জড়ো করছে। আগেভাগে খুলনার সেই জায়গা দখল করছে, তাদের দলের অফিসের সামনে অবস্থান নিয়েছে। এখন তাদের উদ্দেশ্য হলো একটা ঘটনা ঘটানো। তাদের উদ্দেশ্যে হলো তারা লাশ ফেলতে চায়। লাশ ফেলে আন্দোলন জমাতে চায়।
তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা বিএনপিকে ভুলে যেতে হবে- ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আমরা ভুলে গেলে তাদের সুবিধা হয়। কিন্তু তাদের মনে রাখা উচিত যে, তাদের সুবিধার জন্য আমরা রাজনীতি করি না। আমরা দেশের জনগণের সুবিধার জন্য রাজনীতি করি। আর দেশের মানুষের সুবিধা হবে দেশে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে।
এই সংলাপে আজহারুল ইসলাম ন্যাপ-ভাসানী ও গরিবে নেওয়াজ পিপলস লীগ নিজ নিজ দলের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
ন্যাপ ভাসানীর অন্যরা হলেন- আকমন হোসেন, নুরুল আমিন, মহসিন তফাদার, আজিজুল হক, ছাইফুল ইসলাম, লুতফর রহমান, শাহীন আলম, মো. সাকীব ওমো. আল আমীন,
পিপলস লীগের সদস্যরা হলেন- সৈয়দ মাহবুব হোসেন, দুলাল হোসেন, রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, শাহিন হোসেন, খন্দকার সুমন ও তামিম হোসেন।
এমএইচ/এসজি