দুর্ভোগ পেরিয়ে খুলনার সমাবেশে বিএনপি নেতা-কর্মীরা
খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে নেতা-কর্মীদের আসা ঠেকাতে বাস ও লঞ্চ ধর্মঘট ডাকা হয়েছে। কিন্তু সব ধরনের বাধা উপেক্ষা করে দুর্ভোগ পেরিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন হাজারো নেতা-কর্মী। অনেকে মাইলের পর মাইল হেঁটে সমাবেশে যোগ দিয়েছেন।
শনিবার (২২ অক্টোবর) সকালে সমাবেশস্থলে বিএনপির নেতা-কমীরা ঢাকাপ্রকাশ-কে এমনটা জানিয়েছেন।
খুলনা থেকে চলাচলকারী সব বাস, মিনিবাস ও লঞ্চ এমনকি খেয়া পারাপারের নৌকা ও ট্রলার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ব্যবসা, শিক্ষা, চিকিৎসার জন্য খুলনার ওপর নির্ভরশীল আশেপাশের জেলার মানুষ।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা অভিযোগ করে বলেন, গণসমাবেশে নেতা-কর্মীদের আসা ঠেকাতে সরকারের নির্দেশে বাস, লঞ্চ ধর্মঘট ডাকা হয়েছে। এর ফলে বিএনপি নেতা-কমীদের পাশাপাশি সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েছেন। নেতা-কমীরা মাইলের পর মাইল হেঁটে সমাবেশে আসছেন বলেও জানান তিনি।
৬০ বছর বয়সী রুবেল মিয়া ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা থেকে সমাবেশস্থলে এসেছেন। তিনি জানান, কিছু পথ নসিমন-করিমনে এসেছেন। আর বাকি পথ এসেছেন পায়ে হেঁটে।
‘তার মতো হাজার হাজার নেতা-কর্মী ইঞ্জিন চালিত ভ্যানে ও পায়ে হেঁটে খুলনা সমাবেশস্থলে এসেছেন।’ জানান তিনি।
এদিকে খুলনায় বিএনপির সমাবেশকে ঘিরে রাজনৈতিক চাপেই রূপসা ও জেলখানা ঘাটে যাত্রী পারাপার বন্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপির বিভাগীয় সমাবেশের মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক এহতেশামুল হক বলেন, বিএনপির সমাবেশে যাতে লোক কম হয়, সে জন্য আগে বাস, লঞ্চ বন্ধ করা হয়েছে। এবার দুই খেয়াঘাট বন্ধ করা হলো। তবে আমাদের নেতা-কর্মীরা পায়ে হেঁটে সমাবেশে চলে আসছেন। দরকার হলে সাঁতার কেটে আসবেন।
খোঁজ নিয়ে জানা যায়, রূপসা ঘাট দিয়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার মানুষ পারাপার হয়। আর জেলখানা ঘাট দিয়ে রূপসা ছাড়াও তেরখাদা উপজেলাসহ নড়াইলের দুটি ও বাগেরহাটের একটি উপজেলার মানুষ যাওয়া যাতায়াত করে।
মাঝি সমিতির নেতারা বলছেন, যাত্রী প্রতি এক টাকা ভাড়া বাড়ানোর দাবিতে ২৪ ঘণ্টার ধর্মঘট করছেন তারা। শুক্রবার সন্ধ্যায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
রূপসা ঘাট মাঝি সংঘের সভাপতি মো. রেজা ব্যাপারী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে জনপ্রতি ভাড়া বাড়ানোর দাবি করা হয়েছে। ওই দাবি মেনে না নেওয়ায় তারা ধর্মঘটের কর্মসূচি দিয়েছেন।
উল্লেখ্য, চাল-ডাল-তেল-গ্যাস-পানি-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, খুন-গুম, দুর্নীতি-দুঃশাসনের প্রতিবাদ এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন, সংসদ বিলুপ্ত ও সরকার পতনের দাবিতে শনিবার খুলনায় বিএনপির তৃতীয় বৃহত্তর বিভাগীয় সমাবেশ ডাকা হয়েছে। নগরীর সোনালী ব্যাংক চত্বরে দুপুর ২টা থেকে এ সমাবেশ শুরু হবে।
বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন ও খুলনার গণসমাবেশের প্রধান উপদেষ্টা গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা দিক-নির্দেশনামূলক বক্তৃতা করবেন।
আরএ/