হাজারীবাগে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ
হাজারীবাগের শিকদার পাম্পের সামনে আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিপেটার ঘটনা ঘটে। আজ সোমবার দুপুর পৌনে ৩টার দিকে এ সংঘর্ষ হয়।
বিএনপি নেতা-কর্মীরা জানান, এর আগে হাজারীবাগ এলাকায় প্রবেশের মুখে দুপুর আড়াইটার দিকে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাগবিতণ্ডা হয়। এর পরপরই ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিপেটার ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় উপস্থিত ছিলেন গুলশান থানা ছাত্রদল নেতা আতাউর রহমান। এ সময় তিনি বলেন, দেড় ঘণ্টা আগে হাজারীবাগের শিকদার পাম্পের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের মিছিলের ব্যানার গুটিয়ে ফেলতে বলে এরপর তাদের সঙ্গে আমাদের ইট পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে হাজারীবাগ থানার সাব ইন্সপেক্টর জহিরুল ইসলাম বলেন, কিছু সময় আগে এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। সেখানে আমাদের ওসি স্যার, এসি স্যার ও অন্য কর্মকর্তারা রয়েছেন। তবে আপাতত পরিস্থিতি শান্ত আছে।
এ বিষয়ে রমনা বিভাগের সহকারী পুলিশ সুপার মো. ইহসান ঢাকাপ্রকাশ-কে বলেন, সমাবেশে প্রবেশের মুখে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষটি বড় ধরনের ছিল না।
এএজেড