নৌ দুর্ঘটনায় ফখরুলের শোক ও দুঃখ প্রকাশ

পঞ্চগড়ের করতোয়া নদীতে মর্মান্তিক নৌ দুর্ঘটনায় এ পর্যন্ত পাওয়া তথ্য মতে ২৪ জনের হৃদয় বিদারক মৃত্যু ও অনেক মানুষের নিখোঁজ থাকার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (২৫ সেপ্টেম্বর) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘পঞ্চগড়ের করতোয়া নদীতে মর্মান্তিক নৌ দুর্ঘটনায় এ পর্যন্ত ২৪ জন সনাতন ধর্মাবলম্বী মানুষের মর্মস্পর্শী মৃত্যু ও অনেক মানুষের নিখোঁজ থাকার ঘটনায় তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত।’
শোক বার্তায় মির্জা ফখরুল বলেন, ‘আমি নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
এমএইচ/এমএমএ/
