‘সরকারের পতন ঘটিয়ে শাওন হত্যার জবাব দিতে হবে’
সরকারের পতন ঘটিয়ে শাওন হত্যার জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘শাওনের রক্ত আমাদের আজ নতুন করে শপথ নেওয়াচ্ছে যে, আমরা যেকোনো মূল্যে এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটিয়ে শাওনের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের প্রতিদান দেব।’
মির্জা ফখরুল বলেন, ‘আজ আমরা শপথ নেব শাওন যে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে, মানুষের অধিকারের জন্য প্রাণ দিয়েছে, ভোটাধিকারের জন্য প্রাণ দিয়েছে তা আদায় করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের সব মানুষ এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। তবেই হবে শাওনের প্রতি সত্যিকারের শ্রদ্ধা নিবেদন।’
‘আমরা সবাই শাওনের আত্মার মাগফিরাত কামনা করব আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন’- এই দোয়া করেন বিএনপি মহাসচিব।
গত বুধবার মুন্সিগঞ্জ সদরের মুক্তারপাড়ায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির প্রায় ৪০ নেতা-কর্মী আহত হয়। তাদের মধ্যে একজন যুবদল নেতা শহীদুল ইসলাম শাওন।
এদিন সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে শাওনের কফিন নয়াপল্টনে নিয়ে আসা হয়। দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় দলীয় পতাকা দিয়ে ঢাকা তার কফিনে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
জানাজা শেষে শাওনকে দাফন করতে মুন্সিগঞ্জে নিয়ে যাওয়া হয়। শাওনের কফিন নয়াপল্টনের সড়কে নেতা-কর্মীরা মিছিল করে এগিয়ে দেয়। পরে কর্মীরা মশাল মিছিল বের করে।
এমএইচ/এসজি