সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে আওয়ামী লীগ: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের সাংবিধানিক নিয়মতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে। তারা সমগ্র দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আর দুর্ভাগ্যজনকভাবে সেখানে আমাদের শান্তিরক্ষা বাহিনী নীরব ভূমিকা পালন করছে। এই একটা পরিস্থিতিতে এখানে কোন মতেই গণতন্ত্রের জন্য পরিবেশ নেই। এখানে যখন তারা নির্বাচনের কথা বলে সেটা এক ধরনের প্রহসন ছাড়া কিছুই না।'
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, 'আমরা স্পষ্টভাবে বলছি- শান্তিপূর্ণভাবে মানুষের দাবিগুলো নিয়ে গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি, আন্দোলন করছি একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য অথচ সেই আন্দোলনকে নস্যাৎ করার জন্য এই ভয়াবহ ত্রাসের রাজত্ব তৈরি করেছে সন্ত্রাসী আওয়ামী লীগ।'
তিনি বলেন, আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে অতর্কিত হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। সেখানে আমাদের দলের সিনিয়র নেতা ড. খন্দকার মোশারফ হোসেন, সেলিমা রহমান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে সেখানে হামলা চালিয়ে তাবিথ আউয়ালকে গুরুতরভাবে আহত করা হয়। ঠিক একইভাবে আজ কুমিল্লায় আমাদের দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু'র উপরে আঘাত করা হয়েছে। তিনিও রক্তাক্ত হয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যারা আক্রমণ করছে হামলা চালাচ্ছে অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানান মির্জা ফখরুল।
এমএইচ/এএস