পতন আঁচ করতে পেরেই সরকার বেপরোয়া: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'সারাদেশে জনপদের পর জনপদে এখন বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নানা কায়দায় নির্যাতন শুরু করেছে সরকার।'
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, 'চারিদিকে শুধু সরকার দলীয় সন্ত্রাসীদের উল্লাসধ্বণী শুনতে পাওয়া যাচ্ছে। সরকারের লালিত সন্ত্রাসীরা বেপরোয়া গতিতে বিএনপিসহ বিরোধী নেতা-কর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতনসহ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ও লুটপাটের খেলায় মেতে উঠেছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের সুনামগঞ্জের জগন্নাথপুরের গ্রামের বাড়িতে গতকাল গভীর রাতে আগুন লাগিয়েছে সরকার দলীয় দুস্কৃতিকারীরা। এটি নিঃসন্দেহে পূর্ব পরিকল্পিত এবং সরকারের উচ্চ মহল এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।'
বিএনপি মহাসচিব বলেন, 'সরকার গণতন্ত্রকে ভগ্নস্তুপে পরিণত করতে বিরোধী দল দমন, মত প্রকাশের স্বাধীনতা হরণ, সংগঠন ও সমাবেশের অধিকারকে নিরন্তর দলন করে যাচ্ছে। সরকার নিজেদের পতন আঁচ করতে পেরেই এখন বেপরোয়া হয়ে উঠেছে। তবে জনগণের কাঠগড়ায় দাঁড়িয়ে সব অপকর্মের জবাব সরকারকে দিতেই হবে এবং সেই জবাব দেওয়ার সময় খুবই সন্নিকটে।'
মির্জা ফখরুল অবিলম্বে যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের সুনামগঞ্জের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
এসএন