রানি এলিজাবেথ ও আকবর আলি খানের মৃত্যুতে ফখরুলের শোক

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বাকিংহাম প্যালেস। রানির মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে আত্মার শান্তি কামনা করেছেন।
অপর এক শোক বার্তায় তত্ত্বাবধায়ক সরকার সাবেক উপদেষ্টা, সাবেক সচিব আকবর আলি খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মির্জা ফখরুল। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি।
শোক বার্তায় তিনি বলেন, আকবর আলি খান একজন বহুমাত্রিক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। কর্মজীবনে মাঠ পর্যায়ের প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের সকল স্তরে নিষ্ঠার সঙ্গে কাজ পরিচালনা করেন। এমন গুণী মানুষের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে যা সহজে পূর্ণ হওয়ার নয়। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি।
এমএইচ/এসজি
