নয়াপল্টনে কৃষক দলের বিক্ষোভ মিছিল
কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম বাবুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর কৃষক দল।
সোমবার (৫ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৃষ্টিতে রাস্তায় পানি জমলেও ৩০/৩৫ নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করেছে।
গতকাল ফরিদপুর জেলা শহরে পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার শিকার হন কৃষক দল নেতা বাবুল। যদিও দলটির পক্ষ থেকে বলা হয় পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উসকানিতে হামলা চালিয়েছে। এতে কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ প্রায় ২০/২৫ জন নেতা-কর্মী আহত হন।
রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করে নিরবচ্ছিন্নভাবে রাষ্ট্রক্ষমতার স্বাদ পেতে বিএনপিকে ধ্বংস করার জন্য এখন বিএনপির শান্তিপূর্ণ সভা-সমাবেশে হামলা চালাচ্ছে সরকার।
এরই ধারাবাহিকতায় ফরিদপুরে জেলা বিএনপি আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এবং কয়েকজন নেতা-কর্মীকে গুরুতর আহত করেছে।
এমএইচ/এমএমএ/
--