এসআই কনকের চায়নিজ রাইফেল নিয়ে প্রশ্ন ফখরুলের
নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন প্রধানকে গুলি করার জন্য ডিবি পুলিশের এসআই মাহফুজুর রহমানকে (কনক) দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘এই এসআই কনকের চায়নিজ রাইফেল রাখার কোনো এখতিয়ার ছিল না। তাহলে এই চায়নিজ রাইফেলটা এল কোত্থেকে। কোন আদেশ বলে সে গুলি করে হত্যা করল শাওনকে।’
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে যুবদল কর্মী শাওন প্রধান হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।
এ সময় তিনি নারায়ণগঞ্জে শাওন নিহত হওয়ার ঘটনায় একটি জাতীয় দৈনিকে প্রকাশিত আজকের একটি প্রতিবেদন উঁচিয়ে দেখান। তিনি এসআই মাহফুজুর রহমানের ছবি দেখিয়ে বলেন, ‘এই সভা থেকে আমরা দাবি করছি, এই ছবির তদন্ত করা হোক এবং এই রাইফেল নিয়ে পয়েন্ট প্ল্যান গুলি করেছে, তার তদন্ত করে তাঁকে আইনের আওতায় এনে সাজা দিতে হবে।’
তিনি বলেন, ‘আমরা পরিষ্কার করে জানতে চাই, নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে কী কারণে সরকারের পেটুয়া বাহিনী গুলি করেছে।’
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘দুই দিন ধরে নারায়ণগঞ্জের এসপি, আওয়ামী লীগের নেতারা বোঝানোর চেষ্টা করছেন এই ছেলেটা যুবদলের ছেলে নয়, ওয়েল্ডিং ফ্যাক্টরিতে কাজ করত। যদি তর্কের স্বার্থে ধরেও নিই যে সে যুবদলের কর্মী নয়, একটা ওয়ার্কশপের কর্মী। তাহলে এই সরকার, পুলিশকে সেই এখতিয়ার দেওয়া হয়েছে একটা মানুষকে বিনা কারণে গুলি করে হত্যা করার?’
বিএনপি+ মহাসচিব বলেন, ‘যদি সাজা না দেন, আমরাও বসে থাকব না, বসে নেই। ভোলাতে মামলা করেছি, নারায়ণগঞ্জেও মামলা করব। যতবার আপনারা আইন ভঙ্গ করবেন, আমার ভাইদের ওপর অত্যাচার করবেন, ততবার মামলা হবে। ভাবছেন ক্ষমতায় আছেন, মামলা কী হবে। মামলায় হয়, মামলায় খুবই হয়।’
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আজকে দেখুন, আপনাদের প্রধান আমেরিকায় গেছেন, তাঁকে শর্ত মেনে যেতে হয়েছে। তাকে বলা হয়েছে যে সুনির্দিষ্ট এলাকা, জাতিসংঘের ক্যাম্পাসের বাইরে তুমি যেতে পারবে না। এটা লজ্জা আমাদের জন্য। একটা স্বাধীন–সার্বভৌম দেশের জন্য কত বড় লজ্জার কথা যে আজকে পুলিশপ্রধানকে শর্তসাপেক্ষে ভিসা নিয়ে বিদেশে যেতে হচ্ছে।’
তিনি বলেন, তিনি এখানকার ভিকটিম, সাংবাদিক, সুশীল সমাজ, সর্বশেষ চারজন মন্ত্রীর সঙ্গে কথা বলে যাওয়ার আগে প্রেস কনফারেন্স করলেন। তিনি খুব স্পষ্ট করে বললেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, গুম হচ্ছে, বিচারবহির্ভূত হত্যা হচ্ছে, পুলিশ কাস্টডিতে হত্যা করা হচ্ছে।
এমএমএ/