আওয়ামী সরকার রক্তের নেশায় বুঁদ:মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আজ বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র্যালিতে নারায়ণগঞ্জে পুলিশ বেপরোয়া গুলি চালিয়ে মহানগর যুবদল নেতা মো. শাওনকে নৃশংসভাবে হত্যা করে আবারও প্রমাণ করল,বর্তমান স্বৈরশাহী দেশে বিরোধী দলের অস্তিত্ব মুছে ফেলতে চায়। তবে জনগণ তাদের এই মনোবাঞ্ছা কোনোদিনই পূরণ হতে দেবে না।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব সব কথা বলেন।
তিনি বলেন, ৩০ ডিসেম্বরের মধ্যরাতে মহাভোট ডাকাতির নির্বাচনের পর জোর করে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বর্তমান সরকারের দুঃশাসন যেন তীব্র থেকে আরও তীব্রতর হয়েছে। সরকার বিএনপিসহ সরকারের সমালোচকদের নির্মূল করতে এখন বেপরোয়া ভূমিকায় মাঠে নেমেছে।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী সরকার যেন রক্তের নেশায় বুঁদ হয়ে পড়েছে। বিএনপি’র প্রতিটিতে কর্মসূচিতে জনগণের ঢল দেখে স্বৈরাচারী সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে প্রতিবাদী মানুষের রক্তে হাত রঞ্জিত করে চারিদিকে ভীতির বিস্তার ঘটাচ্ছে, এর উদ্দেশ্যই হচ্ছে মানুষ যেন সরকারের বিরুদ্ধে উচ্চস্বরে কথা বলার সাহস হারিয়ে ফেলে।
মির্জা ফখরুল বলেন, মত প্রকাশ ও স্বাধীনতা হরণের বিরুদ্ধে অতীতের সংগ্রামী ঐতিহ্যের ধারায় বাংলাদেশের মানুষ যেকোনো ত্যাগ স্বীকার করতে দ্বিধা করবে না।
বিবৃতিতে বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মো. শাওনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন শাওনকে বেহেস্ত নসীব এবং শোকবিহব্বল পরিবারের সদস্যদের এই গভীর শোক সহ্য করার ক্ষমতা দান করেন।
এসএন