প্রধানমন্ত্রীর কড়া সমালোচনায় রিজভী
প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে প্রধানমন্ত্রী অন্য দলের নেতা-কর্মীদের মেরে ফেলার নির্দেশ দেন ওই প্রধানমন্ত্রী মানবতাবিরোধী, রক্ত চোষা ড্রাকুলা।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিএনপি'র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির পূর্বঘোষিত র্যালির পূর্বে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আজ বিএনপির আনন্দের দিন। এই আনন্দের দিনে, বিএনপির প্রতিষ্ঠা নিয়ে কথা বলব। কিন্তু আজকের এই দিনটাও পালন করতে হচ্ছে অত্যন্ত গভীর বেদনায়। আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জের শাওনের লাশকে সামনে নিয়ে করতে হচ্ছে। এত বড় বেদনা ও দুঃখের বিষয় আর থাকতে পারে না।’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রতিবছর আমরা আলোচনা সভার কার্যাবলি করে থাকি। কিন্তু আজকে এই খুনি সরকার এত এগ্রেসিব কেন? নারায়ণগঞ্জে পুলিশ তাণ্ডব চালানোর পরে একজন পুলিশ কর্মকর্তা প্রেস ব্রিফিং করে বলছেন, আমরা বাধ্য হয়েছি ডিসপাস করতে। ডিসপাস করেছেন কী দিয়ে গোলাপ দিয়ে নাকি রজনীগন্ধা দিয়ে? গুলি করেছেন কর্মসূচি বানচাল করেছেন, শাওনকে হত্যা করেছেন।
রিজভী বলেন, বিএনপি নেতা-কর্মীরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছে লড়াই করছে, শহীদ হচ্ছে তাদের রক্তে শরবত পান করতে অত্যন্ত আগ্রহী এই খুনি শেখ হাসিনা।
এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আমাদের একজনকে মারলে ওদের দশজনকে মেরে ফেলবে ছাত্রলীগ যুবলীগকে বলেছিলেন। যে প্রধানমন্ত্রী অন্য দলের নেতা-কর্মীদের মেরে ফেলার নির্দেশ দেন ওই প্রধানমন্ত্রী মানবতা বিরোধী রক্ত চোষা, ড্রাকুলা। এই প্রধানমন্ত্রীর পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশারফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী,ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএইচ/এমএমএ/