অচিরেই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হবে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নিপীড়ণ ও জুলুম নিঃসন্দেহে দেশের জন্য এক অশনিসংকেত। তবে সরকারের ফ্যাসিবাদী আচরণের অবসান ঘটাতে জনগণ এখন ঐক্যবদ্ধ হচ্ছে। অচিরেই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হবে।’
মঙ্গলবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির কেন্দ্র ঘোষিত চলমান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গতকাল এবং আজ দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত ও নিষ্ঠুর হামলা চালিয়ে নেতা-কর্মীদেরকে গুরুতর আহত করেছে।
পুলিশ অসংখ্য নেতা-কর্মীকে গ্রেফতার করেছে এমন অভিযোগ করে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত এসব বর্বরোচিত ও নৃশংস ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিহিংসাপরায়ণ বর্তমান কর্তৃত্ববাদী সরকার বিএনপির চলমান শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ওপর নিষ্ঠুর ও পৈশাচিক হামলা চালিয়ে নেতা-কর্মীদেরকে গুরুতর আহত করাসহ গ্রেপ্তারের মাধ্যমে নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত করতে সীমাহীন হিংস্ররূপ ধারণ করেছে।’
বিবৃতিতে বলা হয়, অবিলম্বে সারাদেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির ওপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল। একইসঙ্গে তিনি গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তিসহ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এমএইচ/এমএমএ/