সরকার গুম, খুন ও বিচারবর্ভিূত হত্যার সঙ্গে জড়িত: রিজভী
গুম ও বিচারবহির্ভূত হত্যাকে মানবতার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই অপরাধ করেছে বর্তমান অনির্বাচিত সরকার, শেখ হাসিনার সরকার। এরা গুম খুন বিচারবর্ভিূত হত্যার সঙ্গে জড়িত। এরাই গুম খুন হত্যা করছে। তা না হলে কোথায় বিএনপি নেতা এম ইলিয়াস আলী, চৌধুরী আলম কোথায়? কোথায় সাজেদুল ইসলাম সুমন? সাবেক মন্ত্রী স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ কে এরা গুম করে পাশের দেশে পাচার করেছে। এইটার সঙ্গে শেখ হাসিনা জড়িত, আওয়ামী লীগ সরকার জড়িত। না হলে ওই সমস্ত নেতারা গুম হবেন কেন? প্রত্যেকটি গুমের জন্য আওয়ামী লীগ সরকার দায়ী। এখন তাদের মুখ থেকেই বেরিয়ে আসছে।’
রিজভী বলেন, ‘কয়েকদিন আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন মাঝ সমুদ্রে অনেকে জাহাজ ডুবিতে মারা গেছে, সমাধি হয়েছে। এটা কিন্তু সত্যি কথা। গুয়েতেমালা ও আর্জেন্টিনায় সামরিক ডিক্টেটররা তাদের রাজনৈতিক প্রতিপক্ষ কে দমন করতে নেতাদের বিমানে করে আটলান্টিক সমুদ্রে ফেলে দিত। তাই পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মিলে যায়। আপনারা কোথায় ফেলেছেন ডুবন্ত সাগর নাকি ভারত মহাসাগরে ফেলেছেন? এটা খোলাসা করে বলুন পররাষ্ট্রমন্ত্রী?’
গুম হওয়াদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আয়না ঘরের কথাও কিন্তু স্বীকার করেছেন আওয়ামী লীগ সরকারের নেতা মাহবুব উল আলম হানিফ। বলেছেন ১/১১ সরকার বিএনপি সমর্থিত সরকার। অথচ শেখ হাসিনা নিজেই বলেছে ১/১১ সরকার আওয়ামী লীগের আন্দোলনের ফসল। হানিফ সাহেব বলেছেন ১/১১ সরকার থেকেই আয়না ঘর করা হয়েছে। তার মানে আয়না ঘরে বিএনপির অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মীদের নির্যাতন করা হয়েছে উনি সেটা জানেন। আওয়ামী লীগ নেতাদের পরামর্শেই এ আয়না ঘর তৈরি।’
ডিজেলের দাম ৫ টাকা কমানোর সিদ্ধান্ত কে জনগণের সঙ্গে রসিকতা করেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই মুখপাত্র। তিনি বলেন, শতাব্দীর প্রতারণা এই ৫ টাকা কমানো।
মানববন্ধনে বক্তব্যে রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।
এমএইচ/এএস