‘বাবাকে ফিরে পেতে রাস্তায় দাঁড়াতে ভালো লাগে না’
‘আট বছর পূর্বে আমার বাবাকে গুম করা হয়। আমি বাবাকে দেখিনি। আমি বাবার আদর পেতে চাই। স্কুলের সবাই তাদের বাবার আদর পায় কিন্তু আমি বাবাকে কাছে পাচ্ছি না। বাবার সঙ্গে ঈদ করতে পারি না। বাবা কে একটি বারের জন্যও দেখতে পাইনি। সবাই তার বাবার সঙ্গে মার্কেটে যায় জামা কিনতে আর আমি পারি না। কিন্তু কেন? ছোট থেকে এখন পর্যন্ত আমি বাবার আদর পাইনি কেন? আমার বাবাকে জড়িয়ে ধরতে আমার ইচ্ছে হয়।’
গুম হওয়া ছাত্রদল নেতা মো. সোহেল মিয়ার মেয়ে জারা এমন করেই তার আবেগ ও কষ্টের কথা বলছিল।
জারা বলে, 'সরকারের কাছে আমার একটাই দাবি আমার বাবাকে ফিরিয়ে দেন। বাবাকে দেখতে চাই। বাবা ছাড়া আমার ভালো লাগে না। বাবার জন্য রাস্তায় দাঁড়াতে হয় সব জায়গায়, আমার আর ভালো লাগে না।’ বাবাকে চাই চাই বলেই কান্নায় ভেঙে পড়ে ছোট্ট মেয়ে জারা।
মঙ্গলবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলা হয়। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি এই মানববন্ধনের আয়োজন করেছে।
গুম হওয়া ছাত্রদল নেতা সাইফর রহমান সজিবের বাবা শফিকুর রহমান বলেছেন, ‘গুম হওয়া সন্তানের বাবা হিসেবে বেঁচে থাকতে চাই না। আমি আমার ছেলেকে ফেরত চাই। সে অপরাধী ছিল না, তার নামে রাষ্ট্রবিরোধী কোনো মামলাও ছিল না। তার একটাই অপরাধ সে ছাত্রদলের রাজনীতি করত। কারও কাছে বিচার চাই না। বিচার চাই আল্লাহর কাছে।’
গুম হওয়া ছাত্রদল নেতা পারভেজ রেজার মেয়ে হৃদি বলেন, আমার পাপাকে ফিরিয়ে দেন। পাপা ছাড়া আমার ভালো লাগে না। আমি আমার পাপার সঙ্গে বেড়াতে চাই, ঘুরতে চাই। পাপাকে ফিরে পেতে চাই বলতে বলতে ছোট থেকে বড় হয়ে গেছি।’
গুম হওয়া ছাত্রদল নেতা সেলিম রেজার বড় বোন নদী বলেন, ‘আজ থেকে ৯ বছর পূর্বে সাদা পোশাকে আইনশৃঙ্খল বাহিনীর পরিচয় দিয়ে আমার ছোট ভাইকে ধরে নিয়ে যায়। বেশকয়েকটি থানায় মামলা করতে গিয়েছি কিন্তু মামলা নেয়নি। পরবর্তীকালে কোর্টে মামলা করেছি। ছেলেকে ফিরে না পেয়ে বাবা মৃত্যুবরণ করেছেন।পুত্র হারানোর শোকে মা এখন প্রায় পাগল। সরকারের প্রতি অনুরোধ করে বলছি আপনারা আমার ভাইকে ফিরিয়ে দেন, তার গুমের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। অন্যথায় এই দেশের মানুষ একদিন আপনাদের বিচার করবে।’
গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ছোট বোন সানজিদা ইসলাম তুলি বলেন, ‘গুম করার পর থেকে অস্বীকার করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য প্রমাণ অস্বীকার করা হচ্ছে।’
তিনি বলেন, ‘গুম পরিবার গুলোর দাবি জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কমিটি গঠন করে আইনের বাইরে গিয়ে এজেন্সেীর লোকেরা যারা এইসব কাছে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যত আয়না ঘর আছে যে নামে যেখানে আমাদের ভাইদের লুকিয়ে রাখেন না কেন, তাদের কে আমাদের কাছে জীবিত ফেরত দিতে হবে। কত দিন লুকিয়ে রাখবেন, কতদিন মিথ্যা কথা বলবেন?
একেকজন মিনিস্টার আমাদের ট্যাক্সের টাকায় চলে আমাদের পরিবারের সদস্যদের আটকে রাখবে আপনাদের কী দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে এতটুকু লজ্জা নাই। আপনারা কোনো পরিস্থিতির দিকে যাচ্ছেন। ভাইদেরকে আয়না ঘরের মতো বন্দিশালা থেকে ফেরত দেন। অন্যথায় আমরা রাজপথ ছাড়ব না, ইনশাল্লাহ সকলকে পরিবারের কাছে জীবিত অবস্থায় ফিরিয়ে আনব।
মানববন্ধনে বক্তব্যে রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।
এমএইচ/এমএমএ/