ইসলাম ছাড়া জোটও নাই, সমঝোতাও নাই: জামাতের নায়েবে আমির
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘ইসলাম যেখানে জোট ও সমঝোতা হবে সেখানে। ইসলাম ছাড়া জোটও নাই, সমঝোতাও নাই। আমরা ইসলামে জন্মগ্রহণ করেছি, ইসলামে বেঁচে আছি, ইসলাম নিয়েই মরব। ইসলাম ছাড়া আমাদের কোনো কাজ নাই।’
শুক্রবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানা জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, দেশ ও জাতি গঠনে জামায়াতের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। মানবজাতির কল্যাণ সাধনই জামায়াতের রাজনীতির মূল উদ্দেশ্য।
চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি সাদুর রশিদের সঞ্চালনায় প্রগ্রামে আরো উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল।