সংস্কারে গতি বাড়ান, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিন: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, "সংস্কারে গতি বাড়ান এবং মৌলিক সংস্কার সম্পন্ন করে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিন। এ ধরনের পদক্ষেপ আপনাদের ইতিহাসে স্মরণীয় করে রাখবে।"
তিনি শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দীর্ঘ ১৯ বছর পর এ মাঠে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ডা. শফিকুর রহমান বলেন, "আমরা কোনো চাপ সৃষ্টি করছি না। বরং অনুরোধ করছি, সময়কে দীর্ঘায়িত না করে যৌক্তিক সময়ে নির্বাচন দিন। মৌলিক সংস্কার বাস্তবায়নের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করুন।"
ভারতীয় মিডিয়ার সমালোচনা করে তিনি বলেন, "ভারতের হলুদ মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট প্রচারণা শুরু করেছে এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এরই মধ্যে জগন্নাথ হলের হিন্দু ছাত্রছাত্রীরা এই মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে প্রমাণ করেছে, বাংলাদেশ সবার দেশ। আমরা সবাই মিলে এ দেশের সার্বভৌমত্ব রক্ষা করব।"
সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
সম্মেলনে অংশ নিতে কুমিল্লাসহ ছয়টি জেলার নেতাকর্মীরা উপস্থিত হন। সম্মেলনস্থলে কর্মী ও নেতাকর্মীদের ঢল লক্ষ্য করা যায়। ঐতিহাসিক এই কর্মী সম্মেলনকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
জামায়াতের নেতারা আশা প্রকাশ করেন, সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী করবে।