সোমবার, ২৪ মার্চ ২০২৫ | ১০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বারিধারায় চলছে বাড়ির সংস্কার, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান    

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবিঃ সংগৃহীত

চিকিৎসা শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার কিছুদিনের মধ্যেই দেশে ফিরতে পারেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (১৯ মার্চ) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এ তথ্য জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

তিনি বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদ করে দেশে যেতে। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এখন তিনি ঈদের পরে এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন।

এম এ মালেক বলেন, ডাক্তাররাও সে অনুপাতে প্রস্তুতি নিয়ে ম্যাডামকে সেভাবেই চিকিৎসা দিচ্ছেন। তবে এখানে ফ্লাইটেরও একটি বিষয় আছে। ফ্লাইট যদি নির্ধারিত সময়ে না পাওয়া যায়, তাহলে দুই-এক দিন এদিক-সেদিক হতে পারে। তবে ম্যাডাম দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

এসময় তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি বলেন, আমাদের লিডারের দেশে যাওয়ার সময় নিয়ে এখনো নিশ্চিত বলতে পারছি না। ম্যাডাম খালেদা জিয়া যাওয়ার কিছুদিন পরে হয়তো তিনি দেশে ফিরবেন। একসাথে দুইজন অবশ্যই যাবেন না, এটা আমি বিশ্বাস করি।

অবশ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার ব্যাপারটি বেশ জোর দিয়েই জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, এটি এখন সম‌য়ের ব‌্যাপার মাত্র। তারেক রহমান নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগেই দেশে ফিরবেন। ঢাকায় তার থাকার জন্য বাসা সংস্কারসহ সব প্রস্তু‌তি চলছে।

বাড়ির বিষয়ে জানা গেছে, তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তার বড় বোন শাহীনা জামান বিন্দুর উত্তরাধীকার সূত্রে বারিধারা ডিওএইচএসে এক‌টি বাড়ি আছে। বাড়িটি তারেক রহমানের শ্বশুর সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের সূত্রে পাওয়া। মাত্র ৪৯ বছর বয়সে ১৯৮৪ সালে ঢাকায় মারা যান তিনি। বাড়িটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। তারেক রহমান সস্ত্রীক ঢাকায় গিয়ে এই বাড়িতেই উঠতে চান। সেই লক্ষ্যে বাড়িটিতে বড় ধরনের সংস্কার কাজ চলছে। বাড়ির কিচেন, বাথরুমসহ অনেক অংশ ভেঙে আধু‌নিক ডিজাইনে কাজ করানো হচ্ছে।

গত ২০ মার্চ হাইকোর্ট থেকে সব মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির আইনজীবীরা বলছেন, এখন তিনি দেশে ফিরে সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারবেন।

 

Header Ad
Header Ad

৯ এপ্রিল থেকে দেশে স্টারলিংক ইন্টারনেটের ব্যবহার শুরু

ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে যাচ্ছে আগামী ৯ এপ্রিল। এ উপলক্ষে ঢাকায় চার দিনব্যাপী একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যা ৭ এপ্রিল থেকে শুরু হবে। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এই সম্মেলনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, ভারত এবং চীনের বিনিয়োগকারীরা অংশগ্রহণ করবেন।

চৌধুরী আশিক মাহমুদ জানান, স্টারলিংক ইন্টারনেটের সেবা ব্যবহার করে ৯ এপ্রিল থেকে সম্মেলনের ইভেন্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে। এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ৯০ দিন পর।

সম্মেলনের প্রথম দুই দিন বিদেশি বিনিয়োগকারীরা দেশের জাতীয় অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের মিরসরাই ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপান অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।

আশিক মাহমুদ বলেন, “বর্তমানে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ১ বিলিয়ন ডলারের কম, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। বিনিয়োগ পরিবেশের উন্নতি করে এটি দশগুণ বাড়ানোর লক্ষ্য রয়েছে।”

এবারের সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক, কৃষি, স্বাস্থ্য এবং হালকা প্রকৌশল খাত প্রাধান্য পাবে। এ ছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

চৌধুরী আশিক মাহমুদ জানান, ২৬ মার্চ প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি চীনে যাবেন এবং সেখানে দুই শতাধিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করবেন। আশা করা হচ্ছে, এতে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এবং উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ১৬

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলার আফগানিস্তান সীমান্তের কাছে সংঘর্ষে অন্তত ১৬ জন জঙ্গি নিহত হয়েছেন। রবিবার (২৩ মার্চ) রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, উত্তর ওয়াজিরিস্তানের গোলাম খান কাল্লে এলাকায় একদল জঙ্গি আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করছিল। নিরাপত্তা বাহিনী সেই অনুপ্রবেশ রুখে দেয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়, যেখানে ১৬ জঙ্গি নিহত হয়। পাকিস্তান সেনাবাহিনী এই জঙ্গিদের তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সদস্য বলে দাবি করেছে এবং তাদের ‘খোয়ারিজ’ হিসেবে আখ্যায়িত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের সীমানা সুরক্ষিত রাখতে ও সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। এ ঘটনার পর পাকিস্তান কাবুলের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে আফগানিস্তানের মাটি ব্যবহার করে কোনো জঙ্গি গোষ্ঠী পাকিস্তানে হামলা না চালাতে পারে।

পাকিস্তান সেনাবাহিনী আশা করছে, তালেবান সরকার তাদের দায়িত্ব পালন করবে এবং জঙ্গিদের হামলা রুখতে পদক্ষেপ নেবে। তবে তালেবান সরকার বরাবরই পাকিস্তানের এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

(সূত্র: জিও টিভি, রয়টার্স)

Header Ad
Header Ad

টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুই জন নিহত

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রবিবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার পাথাইলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের ছাকু মণ্ডলের ছেলে অটোরিকশা চালক হাসেন আলী (৫৫) ও একই এলাকার লাল মিয়ার ছেলে সবুজ (১৩)

পুলিশ ও স্থানীয়রা জানান, এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভাবলা যাচ্ছিল। অটোরিকশাটি মহাসড়কে উঠলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস অটোরিকশরাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক হাসেন মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সবুজের মত্যু হয়।

এ ঘটনায় যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান সত্যতা নিশ্চিত জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

৯ এপ্রিল থেকে দেশে স্টারলিংক ইন্টারনেটের ব্যবহার শুরু
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ১৬
টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুই জন নিহত
আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা নয়: নুরুল হক নুর
জনগণের প্রত্যাশা পূরণে আসুন আলোচনা শুরু করি: তারেক রহমান
সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান
ছাত্রনেতাদের ভুল ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান পাটোয়ারীর
শিলংয়ে ঝামেলায় বিরক্ত বাংলাদেশ ফুটবল দল
আমাদের কথাবার্তায় সহনশীলতা দেখাতে হবে: রিজভী
ঢাকায় পতাকা উত্তোলনের মাধ্যমে পাকিস্তান দিবস উদযাপন
সৌদিতে ওমরাহযাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৬ জন
তালেবান নেতার মাথার বিনিময়ে কোটি ডলারের পুরস্কার বাতিল করল যুক্তরাষ্ট্র
রাজধানীতে ঈদের দিন আনন্দ মিছিল ও দিনব্যাপী মেলার আয়োজন
দেশের নাম পরিবর্তন করা উচিত বলে আমরা মনে করি না: সালাহউদ্দিন
জিএম কাদের ও স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ
হাসিনার মতোই একাত্তরে নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব : তাজউদ্দিনকন্যা শারমিন
২৫ মার্চ সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন
১০ শতাংশ দাম কমছে ইন্টারনেটের
দীর্ঘ ৮ দিনের ছুটির কবলে বেনাপোল স্থলবন্দর
প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইলফলক : চীনা রাষ্ট্রদূত