সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বললেন ‘রাষ্ট্র চলছে না’
সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বললেন ‘রাষ্ট্র চলছে না’। ছবি: সংগৃহীত
বাংলাদেশের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শনিবার (১ ফেব্রুয়ারি) এক আলোচনা সভায় মন্তব্য করেছেন যে, বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে এবং রাষ্ট্র চলছে না। তিনি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ওই সভায় এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, "এই সরকার থেকে আপনি কী আশা করেন?" বর্তমান সরকার কী করতে চায়, তা তারা নিজেরাও জানে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
তিনি বলেন, "রাষ্ট্র চলছে না" এবং বর্তমান সরকারের গোলক ধাঁধার মধ্যে পড়ার কথা উল্লেখ করে বলেন, সরকারের নানা সংস্কারের মাধ্যমে পরিস্থিতি পরিষ্কার হলেও মূল সমস্যা সমাধান হয়নি।
বিএনপির এই নেতা অভিযোগ করেন যে, "১৬ বছর ক্ষমতায় থাকা সরকারের লোকজন প্রশাসনের সহায়তায় দুর্নীতি ও লুটপাট করেছে," এবং সেই প্রশাসনের লোকেরা এখনও তাদের জায়গায় আছেন, যার কারণে দুর্নীতি এখনও চলছে।
তিনি আরও বলেন, "আগের যে নিয়ম-নীতি তৈরি হয়েছিল, তা দিয়েই এখন সরকার চলছে।"
গয়েশ্বর চন্দ্র রায় প্রশ্ন তোলেন, "১৭ বছর ধরে মানুষ কেনো নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, মিথ্যা মামলার শিকার হয়েছে?" তিনি বলেন, এই সবার মূল কারণ হলো ভোটাধিকার ও স্বাধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা।
তার মতে, একমাত্র "অবাধ ও সুষ্ঠু নির্বাচন" ছাড়া এই সরকারের দায়িত্বে আস্থা রাখা সম্ভব নয় এবং তা জনগণের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করছে।
তিনি সরকারের কাছে আবেদন জানান, "রাজনৈতিক বিষয়টি রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া" এবং নির্বাচনের গুরুত্ব বুঝতে হবে।
সভায় উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির সভাপতি সেলিম নিজামী এবং আয়োজক সংগঠনের সভাপতি খন্দকার রুহুল আমিন।