রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

১৯ দফায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান: তারেক রহমান

ছবিঃ সংগৃহীত

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলে তরুণ প্রজন্মকে জিয়াউর রহমান সম্পর্কে জানানো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল বিকালে রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশন-জেডআরএফ আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : যাঁর গল্প আমাদের দর্শন’ শীর্ষক আলোচনা সভায় তিনি ভার্চুয়ালি এ কথা বলেন। সভায় জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, একজন সৈনিকের কমিটমেন্ট হচ্ছে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশের মাটির প্রতি; দেশকে রক্ষা করা। দেশের মানুষকে রক্ষা করা সার্বভৌমত্ব রক্ষা করা। আমরা দেখেছি যখন দেশকে রক্ষা করার সময় এসেছে, দেশের স্বাধীনতা ছিনিয়ে আনার সময় এসেছে, যখন দেশের মানুষকে রক্ষা করার সময় এসেছে শত্রুর কবল থেকে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার সময় এসেছে- সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন। যাঁরা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। মুক্তিযুদ্ধে আসার জন্য মানুষকে উজ্জীবিত করেছিলেন। একজন সৈনিক হিসেবে সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আল্লাহর রহমতে দেশের মানুষকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। আমি বিশ্বাস করি যেহেতু উনি সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন, আগামীতে যাঁরা সশস্ত্র বাহিনীতে আসবেন; দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের মাটিকে রক্ষা করার শপথ নিয়ে যারা আসবেন- তাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের কাজগুলো উজ্জীবিত করবে, সাহসী করে তুলবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, সব পরিচয়ের ওপরে গিয়ে বাংলাদেশি পরিচয়ে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন জিয়াউর রহমান। রাজনীতিবিদ হিসেবে তিনি জনপ্রিয় ছিলেন বলেই বিএনপি সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে টিকে আছে। দেশে শিল্পের প্রসারে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি আরও বলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জন এবং গার্মেন্ট শিল্প প্রসার করে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরেছিলেন জিয়াউর রহমান। সৈনিক, রাজনীতিবিদ এবং রাষ্ট্রপ্রধান- সব পরিচয়েই সফল হয়েছিলেন তিনি।

Header Ad
Header Ad

গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণে ব্যর্থতার অভিযোগ এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

হ্যাগারি জানিয়েছেন, রবিবার সকাল পর্যন্ত হামাস চুক্তি অনুযায়ী ইসরায়েলকে জিম্মিদের তালিকা সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে, যতক্ষণ পর্যন্ত হামাস তার দায়বদ্ধতা পূরণ না করছে, ততক্ষণ গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত থাকবে।

যুদ্ধবিরতি কার্যকরের পূর্বনির্ধারিত সময় ছিল রবিবার সকাল সাড়ে ৮টা। তবে এর আগেই ইসরায়েলি হামলায় গাজায় অন্তত আটজন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের ২৪ ঘণ্টা আগে জিম্মিদের তালিকা দেওয়া বাধ্যতামূলক ছিল।

অন্যদিকে, হামাস দাবি করেছে যে ‘প্রযুক্তিগত কারণে’ তালিকা সরবরাহে বিলম্ব হয়েছে। ইসরায়েলের টাইমস অব ইসরায়েলের বরাতে এ তথ্য জানা গেছে। বর্তমান পরিস্থিতি নতুন করে সংঘর্ষ বাড়িয়ে তোলার আশঙ্কা সৃষ্টি করেছে।

Header Ad
Header Ad

সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান, টাকা উদ্ধার

সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার । ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বাসায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বাসা থেকে নগদ ১৭ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (১৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই কর্মকর্তার রাজধানীর ধানমন্ডির বাসায় দুদক পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, এস কে সুরের বাসায় দুদকের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালাচ্ছে। এ সংক্রান্ত তথ্য পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ১৪ জানুয়ারি এস কে সুরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি দল গ্রেপ্তার করে তাকে। সম্পদের বিবরণীয় দাখিল না করার অভিযোগের প্রেক্ষিতে গত ২৩ ডিসেম্বর দায়েরকৃত এক মামলায় গ্রেপ্তার দেখানোর পর আদালতে হাজির কা হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক এই কর্মকর্তাকে।

প্রসঙ্গত, আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম উঠার পর ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান চালানো শুরু করে দুদক। একই বছরের মার্চে দুদকে তলব করা হয় তাকে। ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান এস কে সুর চৌধুরী।

Header Ad
Header Ad

ইউটিউবের নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা

ছবি: সংগৃহীত

ইউটিউব, বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও মজার এবং কার্যকর করতে নতুন কিছু ফিচার আনতে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ফিচারটি হলো ‘প্লে সামথিং’ বাটন।

এটি একটি মোবাইল-ফোকাসড ফিচার যা ব্যবহারকারীদের শর্টস প্লেয়ারে যেকোনো ভিডিও চালাতে সাহায্য করবে। বাটনটি কালো ব্যাকগ্রাউন্ডে সাদা টেক্সটে দৃশ্যমান হবে এবং বটন বারের ঠিক উপরে স্থাপিত থাকবে।

‘প্লে সামথিং’ বাটনটি শুধু শর্টসই নয়, নিয়মিত কনটেন্টও চালাতে সক্ষম। ভিডিওর সাথে লাইক, ডিসলাইক, কমেন্ট ও শেয়ার করার সুযোগ থাকবে। এটি মোবাইল অ্যাপে ব্যবহারের জন্যই ডিজাইন করা হয়েছে।

এর পাশাপাশি ইউটিউব আরও কিছু নতুন ফিচার নিয়ে আসার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে প্লে লিস্টের থাম্বনেলের উন্নতি, স্লিপ টাইমার এবং মিনি প্লেয়ারের নতুন ডিজাইন।

বর্তমানে এই ফিচারগুলো পরীক্ষার পর্যায়ে রয়েছে। গুগল শেষ মুহূর্তের পর্যালোচনা করে এগুলো বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই ব্যবহারকারীরা ‘প্লে সামথিং’ বাটনসহ অন্যান্য নতুন সুবিধা উপভোগ করতে পারবেন। নতুন এই ফিচারগুলো ইউটিউবকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করা হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী
সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান, টাকা উদ্ধার
ইউটিউবের নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা
দেশে চারটি প্রদেশের কথা ভাবছে সংস্কার কমিশন
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ৭৭ জন নিহত  
হাত-মুখ বেঁধে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি
দেশের সীমান্ত নিরাপদ আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারতের গঙ্গায় ডুবল বাংলাদেশি জাহাজ
‘আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের’
আজ থেকেই গাজায় যুদ্ধবিরতি
সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
সাইফের হামলাকারী বাংলাদেশী: দাবি মুম্বাই পুলিশের  
আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না: সিইসি  
যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগে ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর  
একাধিক আসনে প্রার্থী হওয়ার বিধান বাতিলের প্রস্তাব  
স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা  
আজহারীর মাহফিলে ২২ নারীসহ আটক ২৩  
১৯ দফায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান: তারেক রহমান
চা খেতে ৩শ টাকা নিয়ে এসআই ক্লোজড  
মধ্যরাতে জাবির নারী হলের একটি কক্ষ থেকে বহিরাগত যুবক আটক