খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, চিকিৎসায় নতুন পরিবর্তন
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়ার কিছু স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে এবং সেগুলোর ভিত্তিতে তার চিকিৎসা চলছে। তবে, চিকিৎসকরা তার চিকিৎসার পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এনেছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) এসব তথ্য প্রকাশ করেন ডা. জাহিদ হোসেন। তিনি আরো বলেন, “আজ (১০ জানুয়ারি) আরও কিছু রিপোর্ট পাওয়া যাবে, তবে খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির ব্যাপারে খুব বেশি কিছু বলা যাবে না। তার অবস্থা এখন স্থিতিশীল।"
লন্ডনের একটি ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা চলছে, যেখানে তার বড় ছেলে তারেক রহমান এবং লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন। তার চিকিৎসায় আরও কয়েকজন বিশেষজ্ঞ যুক্ত হয়েছেন।
ডা. এনামুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বলেন, “কেনেডির সঙ্গে চিকিৎসায় আরো কিছু চিকিৎসক যুক্ত হয়েছেন। রিপোর্ট নিয়ে বিস্তারিত তথ্য এখন দিতে পারব না, তবে খালেদা জিয়ার চিকিৎসা ঠিকভাবে চলছে।”
এদিকে, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা নিয়মিতভাবে হাসপাতালে অবস্থান করছেন। তারেক রহমান সারাদিন হাসপাতালে থেকে চিকিৎসার তদারকি করছেন। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর কারণে খালেদা জিয়া মানসিকভাবে বেশ ভালো আছেন এবং হাস্যোজ্জ্বল অবস্থায় সময় কাটাচ্ছেন।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি, ফুসফুস এবং ডায়াবেটিসসহ নানা জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ৭ জানুয়ারি, উন্নত চিকিৎসার জন্য তিনি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন চলে যান এবং ৮ জানুয়ারি বিকেলে লন্ডনে পৌঁছান।