বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ | ৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বিএনপি নেতাকর্মীদের সতর্কবার্তা: ভুঁইফোড় সংগঠন ও প্রতারণামূলক কর্মকাণ্ড নিয়ে নির্দেশনা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি দলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে।

আজ (০৯ জানুয়ারী ২০২৫) বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি জানিয়েছে, ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা যাবে না।

বিএনপি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে, বর্তমান "পতিত আওয়ামী লীগ সরকারের" বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা কৌশলে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনে পদ বাগিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। উদাহরণস্বরূপ, "জিয়া সাইবার ফোর্স" নামে একটি সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগের কিছু নেতাকে পদ দিয়ে কমিটি ঘোষণা করেছে। বিএনপি এটিকে প্রতারণামূলক কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে।

 

এছাড়া, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে বিভিন্ন ভুঁইফোড় সংগঠন অপতৎপরতা চালাচ্ছে বলে জানানো হয়েছে। বিএনপি স্পষ্টভাবে বলেছে যে, এই সংগঠনগুলো বিএনপির সাথে সংশ্লিষ্ট নয় এবং দলীয় নেতাকর্মীদের এই ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

দলের পক্ষ থেকে নেতাকর্মীদের পুনরায় অনুরোধ করা হয়েছে, উল্লিখিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে এবং ভুঁইফোড় সংগঠন ও প্রতারক চক্রের বিষয়ে সজাগ থাকতে। বিএনপি বিশ্বাস করে, সতর্কতাই দলকে বিভ্রান্তিমূলক কার্যক্রম থেকে সুরক্ষিত রাখবে এবং ঐক্য বজায় রাখবে।

Header Ad
Header Ad

ধানমন্ডি ৩২-এ সেই ভাঙা বাড়ির সামনে ছবি তুলে যা বললেন ন্যান্সি  

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ছবিঃ সংগৃহীত

গত ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বর্তমানে বাড়িটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

৩২-এর সেই বাড়ি ভাঙার ১ মাস পর সেখানে গিয়ে একটি ছবি তুলেছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার দিবাগত রাতে সেই ছবি নিজের ফেসবুক পেইজে প্রকাশ করেছেন তিনি।

যার ক্যাপশনে তিনি লিখেছেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা।

এরপরেই অপর একটি পোস্টে এই শিল্পী লেখেন, ‘আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনীর দোসরদের বুকে। ঘুমাতে গেলাম।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে ন্যান্সি বলেছেন, এবারের ঈদটা আমার জন্য অন্যরকম আনন্দ নিয়ে এসেছে। কারণ শেখ হাসিনামুক্ত বাংলাদেশে আমি নতুনভাবে কাজ করতে পারছি, মামলার হয়রানি ছাড়াই চলাফেরা করতে পারছি। তাই এবারের ঈদ আমার জন্য বেশি আনন্দের।

এর আগেও একাধিকবার আওয়ামী লীগের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ন্যান্সি। তারই ধারাবাহিকতায় এবার ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়েও ছবি তুলতে দেখা গেল তাকে।

Header Ad
Header Ad

ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ২১ জন    

ছবিঃ সংগৃহীত

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া শিশুসহ ২১ জন বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর যশোরেরে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছেন।

বুধবার (২০ মার্চ ২০২৫) সন্ধ্যায় তার দেশে ফেরেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুঁইয়া। তিনি বলেন, অবৈধভাবে ভারতে যাওয়ায় তারা গ্রেপ্তার হয়। তাদের সাজার মেয়াদ শেষ হলে বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। পোর্ট থানায় আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য দুটি এনজিও সংস্থা গ্রহণ করবে।

ফেরত আসা নারী-শিশুরা যশোর, সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা। রাইটস যশোর ১০ জনের এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনের আইনি সহায়তা দেবে।

 

Header Ad
Header Ad

ভারতের উদ্দেশ্য দেশ ছাড়লো হামজা-জামালরা  

ছবিঃ সংগৃহীত

ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল । সবমিলিয়ে কাটছাঁট করে ২৪ জনের স্কোয়াড নিয়ে যা্চ্ছে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে গতকাল দল চুড়ান্ত করতে না পারায় ২৭ ফুটবলার ছিলেন ফটোসেশনে অংশ নিয়েছিলো। ফুটবলে চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের।

২৪ জন খেলোয়াড় নিয়ে রওনা হওয়ায় ২৫ মার্চ ম্যানেজার মিটিংয়ের আগে বাদ পড়বেন আরেকজন। কোচ দল চূড়ান্তে দ্বিধান্বিত থাকায় এই সংকট তৈরি হয়।

২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ৩০ জন ফুটবলার ডেকেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। প্রাথমিক স্কোয়াডে নতুন ডাক পাওয়া চার জনের মধ্যে দুই জন চুড়ান্ত স্কোয়াডে আসতে পারেননি। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলকে ঢাকায় আনেননি কোচ। আরিফও বাদ পড়েছেন ভারত যাওয়ার আগে। নতুন মুখের মধ্যে চুড়ান্ত স্কোয়াডে আছেন হামজা চৌধুরী ও আল আমিন।

আজ সকাল নয়টার ফ্লাইটে বাংলাদেশ দল কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। কলকাতায় ট্রানজিটে কিছুক্ষণ অপেক্ষা করে আরেক ফ্লাইটে শিলং পৌছাবে বাংলাদেশ। টিম হোটেলে উঠতে বিকেল পাঁচটা বাজতে পারে হামজাদের। আগামীকাল থেকে ভারতে অনুশীলন শুরু করবে বাংলাদেশ।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ধানমন্ডি ৩২-এ সেই ভাঙা বাড়ির সামনে ছবি তুলে যা বললেন ন্যান্সি  
ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ২১ জন    
ভারতের উদ্দেশ্য দেশ ছাড়লো হামজা-জামালরা  
অনন্ত জলিলের দাবি মিথ্যা: প্রেস সচিব    
দেশের নেতৃত্ব যার কাছেই যাক, পরিবর্তিত ব্যবস্থা প্রয়োজন: নাহিদ ইসলাম
এখনো গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছি না: মির্জা ফখরুল
ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর হবে: তারেক রহমান
ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে তেল স্থাপনায় ইউক্রেনের হামলা: রাশিয়ার অভিযোগ
ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণে টাঙ্গাইলে সড়ক নিরাপত্তা কমিটির সভা
ভারতে সাজাভোগ শেষে ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু দেশে ফিরলেন বেনাপোল দিয়ে
আসছে ‘অ্যালেন স্বপন ২’, নতুন ‘বৈয়াম পাখি’ হবেন জেফার!
হাসিনা পালিয়ে যাওয়ার পর রাসেলস ভাইপারও চলে গেছে: বাণিজ্য উপদেষ্টা
রাজশাহীতে বিএনপির কেন্দ্রীয় তিন নেতাকে সতর্কবার্তা
যা রিমান্ড দেয় দিক, কিছু বলবি না: আইনজীবীকে দীপু মনি (ভিডিও)
আন্দোলনে শহীদ জসিমের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
সিপিজিসিবিএলে চাকরির সুযোগ, বেতন এক লাখ ৭৫ হাজার
আগামী বাজেটে সিগারেটে কর বাড়বে না: এনবিআর চেয়ারম্যান
ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হাইকোর্টে স্থগিত
সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা ঘোষণা
জিন আতঙ্কে ৫০ পোশাক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা