শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বিএনপি নেতাকর্মীদের সতর্কবার্তা: ভুঁইফোড় সংগঠন ও প্রতারণামূলক কর্মকাণ্ড নিয়ে নির্দেশনা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি দলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে।

আজ (০৯ জানুয়ারী ২০২৫) বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি জানিয়েছে, ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা যাবে না।

বিএনপি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে, বর্তমান "পতিত আওয়ামী লীগ সরকারের" বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা কৌশলে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনে পদ বাগিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। উদাহরণস্বরূপ, "জিয়া সাইবার ফোর্স" নামে একটি সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগের কিছু নেতাকে পদ দিয়ে কমিটি ঘোষণা করেছে। বিএনপি এটিকে প্রতারণামূলক কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে।

 

এছাড়া, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে বিভিন্ন ভুঁইফোড় সংগঠন অপতৎপরতা চালাচ্ছে বলে জানানো হয়েছে। বিএনপি স্পষ্টভাবে বলেছে যে, এই সংগঠনগুলো বিএনপির সাথে সংশ্লিষ্ট নয় এবং দলীয় নেতাকর্মীদের এই ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

দলের পক্ষ থেকে নেতাকর্মীদের পুনরায় অনুরোধ করা হয়েছে, উল্লিখিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে এবং ভুঁইফোড় সংগঠন ও প্রতারক চক্রের বিষয়ে সজাগ থাকতে। বিএনপি বিশ্বাস করে, সতর্কতাই দলকে বিভ্রান্তিমূলক কার্যক্রম থেকে সুরক্ষিত রাখবে এবং ঐক্য বজায় রাখবে।

Header Ad
Header Ad

ইসরায়েলি হামলায় ৯ দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা থামছেই না। বছরের শুরুতেই দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতায় নয় দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বহু মানুষ। সেফ জোন বা নিরাপদ স্থানও এই হামলা থেকে রক্ষা পায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আল জাজিরার মতে, চলমান হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ছয় জনে, আর আহত হয়েছেন এক লাখ ৯ হাজার ৩৭৮ জন। ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচে আটকে থাকা অনেক মানুষকে উদ্ধারের চেষ্টা করা গেলেও এখনো অনেকে সেখানে চাপা পড়ে আছেন। ধারণা করা হচ্ছে, তাদের অনেকেই হয়তো মারা গেছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ২২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে, অধিকৃত পশ্চিম তীরের জেনেন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী ২৪৭ জন প্রতিরোধ যোদ্ধাকে গ্রেফতার করেছে। তাদের ‘বন্দী’ বলে উল্লেখ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজায় নিরবচ্ছিন্ন বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলা থেকে ২৩ লাখ মানুষের আবাস গাজা উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন এমনকি শরণার্থী শিবিরও রক্ষা পায়নি। এই আগ্রাসনে ২০ লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধসহ অন্যান্য জরুরি পণ্যসংকটে তারা মানবেতর জীবনযাপন করছেন। ইসরায়েলের লাগাতার হামলায় পুরো গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

Header Ad
Header Ad

আপাতত হাসপাতালেই থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

দীর্ঘ যাত্রার পর লন্ডনের হাসপাতালে প্রথম রাত বেশ ভালোভাবেই কাটিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার লন্ডন ক্লিনিকের কেবিনে তাঁর সঙ্গে রাত কাটান বড় নাতনি, তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দিনটি মূলত নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে কাটে। এসব পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর লন্ডন, বাংলাদেশ এবং আমেরিকার ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবে।

সূত্র জানিয়েছে, আপাতত বেগম জিয়াকে কিছুদিন লন্ডন ক্লিনিকেই থাকতে হবে। সকাল থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে উপস্থিত থেকে মায়ের সব পরীক্ষা-নিরীক্ষা তত্ত্বাবধান করেন। ড. প্যাট্রিক ক্যানেডির নেতৃত্বে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সঙ্গে ঢাকা থেকে আসা মেডিকেল টিমের সদস্যরা একাধিকবার বৈঠক করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাঁরা।

তাঁর চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। চিকিৎসার সমন্বয় করছেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে নতুন কিছু পরীক্ষার প্রয়োজন হতে পারে। তবে তিনি বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং দুই পুত্রবধূ ও নাতি-নাতনির সান্নিধ্যে আছেন।

যুক্তরাজ্যে বিএনপির প্রেসিডেন্ট এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কয়সর আহমেদ হাসপাতালে ভিজিটিং আওয়ারে তাঁর সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে এখনো চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

Header Ad
Header Ad

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি

ছবি: সংগৃহীত

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া। শুক্রবার (১০ জানুয়ারি) ভোর ৬টায় সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের সর্বনিম্ন। বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। এই তথ্য দিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বর্তমানে রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামী ২৪ ঘণ্টায় আরও বিস্তৃত হতে পারে। একই সময়ে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার (১২ জানুয়ারি) একই সময়ে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাব পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত। মৌসুমী লঘুচাপের বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইসরায়েলি হামলায় ৯ দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত
আপাতত হাসপাতালেই থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি
পাচারের টাকায় দুবাইয়ের দ্বীপে ট্রান্সকমের সিমিন ও ছেলের বিলাসবহুল ফ্ল্যাট
বদলি, শৃঙ্খলা ও নিয়োগে উচ্চপর্যায়ের ৩ কমিটি
টানা পঞ্চম হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের
পুড়ে ছাই হাজারো বাড়ি­-গাড়ি, ৬ হাজার কোটি ডলারের ক্ষতির শঙ্কা
রাজশাহীতে দেশীয় অ্যালকোহল পানে ৪ জনের মৃত্যু
হিলিতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার দর্শনায় সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫
রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০
প্রেমিকার সাথে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা
হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত: রিজভী
মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন: নাদেল
কিছুদিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল
খলিস্তানি নেতা নিজ্জর হত্যার ঘটনায় অভিযুক্ত চার ভারতীয়কে জামিন দিল কানাডা
রংপুরের কাছে হেরে মেজাজ হারালো তামিম  
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির উত্তর না এলে ‘তাগিদপত্র’ পাঠাবে ঢাকা
৪ দিনের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে সারাদেশ
দুর্নীতির কারণে টিসিবির ৩৭ লাখ কার্ড বাতিল : বাণিজ্য উপদেষ্টা