নির্বাচন কবে জানার অধিকার জনগনের আছে: তারেক রহমান
আইইবি মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে ভার্চুয়াল বক্তব্য দেন তারেক রহমান। ছবিঃ সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার কতো দিন থাকবে, নির্বাচন কবে হবে, সংস্কার পরিকল্পনার সময় কতো দিন হবে এসব জানার অধিকার জনগণের আছে।
রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা করেন, অন্তর্বর্তী সরকার দ্রুত রোডম্যাপ ঘোষণা করে জনগণকে নির্বাচনের দিকে নিয়ে যাবে। একই সঙ্গে বাজার নিয়ন্ত্রণে নেই দাবি করে সংস্কার আগে নাকি বাজার নিয়ন্ত্রণ আগে সেই প্রশ্নও রাখেন তিনি।
নির্বাচনের রোডম্যাপ জানতে চাইলে উপদেষ্টারা বিরক্ত হয় জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচনে রোডম্যাপ ঘোষণার কথা শুনলে উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে। যা জনআকাঙ্ক্ষা বিরোধী। সরকার তাদের কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে জনগণ তত বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের সফলতা দেখতে চায় কিনা প্রশ্ন রেখে তিনি বলেন, জনগণ যথেষ্ট ধৈর্য্য ধরে আছে। কারণ তারা সরকারকে সফল দেখতে চায়। অন্তর্বর্তী সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করতে হবে । ৫ আগস্টের পর অভূতপূর্ব ঐক্যের মোহনায় জাতি। এ ঐক্যকে কাজে লাগাতে বৈষম্যহীন সমাজ গড়তে চায় বিএনপি।
দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি নিয়ে তারেক রহমান বলেন, দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি জনগণের জীবনে চাপ তৈরি করেছে। প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে। জনজীবনের নিত্য দুর্ভোগ ও বাজার কন্ট্রোল না করে সংস্কারের নামে সময় সংক্ষেপ করে তবে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে এই প্রশ্ন মুখ্য হয়ে উঠতে পারে ।