আগরতলা অভিমুখে বিএনপির ৩ অঙ্গসংগঠনের লং মার্চ আজ
ফাইল ছবি
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে আজ বুধবার (১১ ডিসেম্বর) আগরতলা অভিমুখে লং মার্চ করবে বিএনপির তিন সংগঠন।
দুপুর ২টায় আখাউড়া স্থলবন্দরের শূন্য রেখার কাছাকাছি এসে থামবে লং মার্চ। এরপর স্থলবন্দর এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে ৩০ থেকে ৪০ হাজার লোক সমাগমের ধারণা করা হচ্ছে।
সেই অনুযায়ী স্থানীয়ভাবে প্রস্তুতি শুরু করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশ সুপার জাবেদুর রহমান, বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বিএনপির নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। লং মার্চকে কেন্দ্র করে আধাবেলা নাগাদ পণ্য রপ্তানির কথা জানিয়েছেন স্থলবন্দরের ব্যবসায়ীরা। বিশেষ করে দুপুর ১২টা নাগাদ মাছ রপ্তানির চিন্তা করছেন তারা।
তবে ওই সময়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছন সংশ্লিষ্ট ব্যক্তিরা। লং মার্চ থেকে প্রভুত্ব নয়, বন্ধুত্বের বার্তা দিতে চান আয়োজকরা।