বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির

সংবিধানের ৬২ জায়গায় সংশোধনে প্রস্তাব বিএনপির। ছবি: সংগৃহীত

নতুন পদ উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রী সৃজনসহ মোট ৬২টি জায়গায় সংশোধনের প্রস্তাবনা সংবিধান সংস্কার কমিশনের কাছে জমা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের হাতে বিএনপির প্রস্তাবনাগুলো জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন আহমেদ।

সেখান থেকে বেরিয়ে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সংবিধান সংস্কারে মোট ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছি। জুলাই-আগস্ট বিপ্লব, বর্তমান বাস্তবতা ও পরে যেন একনায়কতন্ত্র তৈরি না হয় সেগুলো মাথায় নিয়ে প্রস্তাবনা দিয়েছি।

তিনি বলেন, আমরা প্রস্তাবনায় প্রজাতন্ত্র, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাচন কমিশন, তফসিলসহ সব বিষয়ে অ্যাড্রেস করেছি। যাতে সংবিধানে গণতান্ত্রিক ব্যবস্থা সাধিত হয় এবং সেটার রূপকার জনগণ পায়। রাষ্ট্রের সব অঙ্গে যাতে সবক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয়, সেই প্রস্তাব দিয়েছি।

উল্লেখযোগ্য প্রস্তাবনার বিষয়ে তিনি বলেন, জুডিশিয়ারি, উপ-রাষ্ট্রপতি, উপ-প্রধানমন্ত্রী রাখার ব্যাপারেও প্রস্তাবনা দিয়েছি। যাতে পাওয়ার অব ব্যালান্স তৈরি হয়, সেসব বিষয়েই আমরা অ্যাড্রেস করেছি।

Header Ad
Header Ad

বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে আন্দোলন, পুলিশের বাধা

বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রা, পুলিশের বাধা। ছবি: সংগৃহীত

বিডিআর বিদ্রোহের পর নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেছেন বিডিআরের পরিবার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তারা যমুনা হয়ে শাহবাগ পর্যন্ত পৌঁছাতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে হাজারো ছাত্র-জনতা নিয়ে এই পদযাত্রা শুরু হয়, তবে শাহবাগ থানার সামনে পুলিশ তাদের পথ আটকিয়ে দেয়। পরে, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় একটি প্রতিনিধি দল তাদের দাবি জানিয়ে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান। অন্যরা সেখানেই অবস্থান নিতে থাকেন।

এ আন্দোলনের ফলে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়কটি বন্ধ হয়ে যায়, যার প্রভাব আশপাশের সড়কেও পড়ে এবং যানবাহন চলাচল ধীর হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিডিআর বিদ্রোহের পর চাকরিচ্যুত সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এই আন্দোলন করছেন, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার কয়েকদিন ধরেই বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। বুধবার তিনি প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রার ডাক দিয়েছিলেন। তার ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই শহীদ মিনারে হাজারো মানুষ জমায়েত হন, এবং সাড়ে ১২টার দিকে পদযাত্রা শুরু হয়। তবে শাহবাগ পৌঁছানোর পর পুলিশ তাদের বাধা দেয়।

Header Ad
Header Ad

কানাডায় নিখোঁজের একমাস পর মিলল বাংলাদেশি শিক্ষার্থীর লাশ

নিহত নিধুয়া মুক্তাদির। ছবি: সংগৃহীত

কানাডার টরেন্টোতে নিখোঁজের এক মাস পর নিধুয়া মুক্তাদির (১৯) নামের বাংলাদেশি এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার (৪ জানুয়ারি) পোর্ট ব্রুস সৈকতের কাছে ইরি লেকের তীর থেকে মরদেহ উদ্ধার করা হয়

গত ৩ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। কানাডা ভিত্তিক সংবাদমাধ্যম সিবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিধুয়া মুক্তাদির কানাডায় বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। তিনি মায়ের সঙ্গে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে থাকতেন।

মরদেহের পরিচয় নিশ্চিত করে অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, পোর্ট ব্রুসের ইরি লেক থেকে পাওয়া মরদেহটি হলো ১৯ বছর বয়সি নিধুয়া মুক্তাদির, যিনি ডিসেম্বরের শুরুতে সেখানকার লন্ডন এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন।

কানাডার পুলিশ জানিয়েছে, কানাডার ফানশাওয়ে কলেজে নার্সিংয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন নিধুয়া। পোর্ট ব্রুসের ইরি লেক থেকে তার মরদেহ পাওয়া যায়।

পোর্ট স্ট্যানলি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তর-পূর্বে হক ক্লিফ রোড থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। ডুবুরি ও ড্রোনের সাহায্য তাকে খোঁজার চেষ্টা করে পুলিশ। শনিবার ওয়ানেটা বিচে একজন কানাডিয়ান নাগরিক নিধুয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। মঙ্গলবার অন্টারিও প্রাদেশিক পুলিশ মরদেহ উদ্ধার।

নিধুয়ার মৃত্যুর ঘটনায় সেখানকার আশেপাশের পরিস্থিতির তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলেছে, নিহতের শরীরে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।

Header Ad
Header Ad

নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস জুনিয়র

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: সংগৃহীত

উগ্র আচরণের কারণে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভিনিসিয়ুস জুনিয়রকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। মঙ্গলবার (৭ জানুয়ারি) এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে।

এর আগে গত শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে ভিনিসিয়ুস ৭৯ মিনিটে লাল কার্ড পান। ম্যাচের ওই পর্যায়ে গোলকিপার স্টোল দিমিন্ত্রিভস্কিকে ঘাড়ে ধাক্কা দেওয়ার জন্য তাকে রেফারি সোজা লাল কার্ড দেখান। এরপর রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে মাঠে অপ্রত্যাশিতভাবে প্রতিক্রিয়া জানান ব্রাজিলিয়ান এই তারকা, যার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে।

ভিনিসিয়ুসকে লাল কার্ড দেখানোর পর রিয়াল ১০ জনের দলে পরিণত হলেও শেষ পর্যন্ত ম্যাচটি জিতে মাঠ ছাড়ে। ৮৫ মিনিটে লুকা মদ্রিচের গোলে তারা সমতায় ফিরেছিল, এবং ৯৬ মিনিটে জুড বেলিংহ্যামের দুর্দান্ত গোল রিয়ালকে ২-১ ব্যবধানে জয় উপহার দেয়।

এদিকে, রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ম্যাচের পর বলেন, ভিনিসিয়ুসকে লাল কার্ড দেওয়া ভুল ছিল এবং তিনি রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন। লাল কার্ড দেখার পর, ভিনিসিয়ুস রেফারির দিকে তেড়ে গেলেও সতীর্থ রুডিগার এবং গোলকিপিং কোচ লুইস লোপিস তাকে থামিয়ে দেন। পরে নিজের অপ্রত্যাশিত আচরণের জন্য ক্ষমা চান ভিনিসিয়ুস।

নিষেধাজ্ঞা অনুযায়ী, ভিনিসিয়ুস আগামী ১৯ ও ২৬ জানুয়ারি লাস পালমাস এবং রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না। তবে ১০ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কার বিপক্ষে খেলতে পারবেন তিনি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে আন্দোলন, পুলিশের বাধা
কানাডায় নিখোঁজের একমাস পর মিলল বাংলাদেশি শিক্ষার্থীর লাশ
নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস জুনিয়র
নওগাঁয় এক হালি ফুলকপি বিক্রি হচ্ছে ২ টাকায়, বিপাকে কৃষকরা
যুবদল নেতার সাহায্যে ভারতে পালান ওবায়দুল কাদের!
ইন্টারপোলের আদলে ‘ভারতপোল’ চালু করল ভারত
সরকারি স্কুলের পাশেই ইটভাটা, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
দ্বিগুন হলো মোটরবাইক, ফ্রিজ, এসি উৎপাদনকারীদের কর
১০০ টাকার রিচার্জে কর দিতে হবে ৫৬ টাকা ৩০ পয়সা!  
বিকেলে লন্ডন পৌঁছবেন খালেদা জিয়া  
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, নিয়ন্ত্রনের উপায়ন্তরেও লাভ হচ্ছে না  
আসছে মৌসুমের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ, ফের শীতে কাঁপবে দেশ  
ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ২০টি শহরের তালিকায় ঢাকাসহ বাংলাদেশের ৫ শহর
বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনা, বিজিবির সতর্ক অবস্থান  
খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা দিয়ে গেছেন: মির্জা ফখরুল  
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক  
মেটা প্ল্যাটফর্মে থাকছে না ফ্যাক্টচেকার, বাড়বে রাজনৈতিক কনটেন্ট: জাকারবার্গ  
হাসিনাকে দীর্ঘমেয়াদি থাকার অনুমতি দিলো ভারত  
ইউরোপে পোঁছানোর চেষ্টায় সাগরে প্রাণ গেলো ২,২০০ অভিবাসীর  
ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করল সরকার