ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে ধোঁয়াশা: দেশেই নাকি বিদেশে?
সাবেক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বর্তমান অবস্থান নিয়ে নানা গুঞ্জন চলছে। তিনি দেশে আছেন নাকি বিদেশে, এ নিয়ে একাধিক মতামত রয়েছে। যদিও তার সাংগঠনিক ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং দল থেকে প্রকাশিত কোনো বিবৃতিতে তার নাম নেই, তা নিয়ে দলের ভেতরেও চলছে আলোচনা।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতন হলে, আওয়ামী লীগের বেশ কিছু শীর্ষ নেতা ভারতে পালিয়ে গেছেন। তবে ওবায়দুল কাদের গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছেন, কিন্তু তার বর্তমান অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই। কেউ কেউ বলছেন, তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে, আবার কেউ বলছেন, সিঙ্গাপুর বা থাইল্যান্ডে আছেন। অন্যদিকে, অনেকের দাবি, তিনি এখনো দেশে অবস্থান করছেন এবং সীমান্তবর্তী কোনো অঞ্চলে লুকিয়ে আছেন। সুযোগ পেলে তিনি ভারতে পালানোর চেষ্টা করবেন।
দলের মধ্যে নেতাকর্মীরা তার অবস্থান জানার চেষ্টা করলেও কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। নেতাদের অভিযোগ, ওবায়দুল কাদের দলীয় সাংগঠনিক কার্যক্রমে নিজের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন এবং এর ফলে দলের ভেতরে অনেকেই তার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন। বিশেষ করে দলের বেশ কিছু প্রভাবশালী নেতা এবং সাবেক মন্ত্রী তার বিরুদ্ধে আঙুল তুলেছেন, যাদের কারণে দলীয় শৃঙ্খলা ভেঙে পড়েছিল বলে অভিযোগ।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নেতিবাচক ট্রল অব্যাহত রয়েছে। সরকার পতনের পর তার বিতর্কিত মন্তব্যগুলোও সমালোচনার মুখে পড়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তার সাংগঠনিক ক্ষমতা এখন প্রশ্নবিদ্ধ, এবং তার ভবিষ্যত অবস্থান নিয়ে দলীয় নেতাকর্মীরাও উদ্বিগ্ন।