ফ্যাসিস্টদের পুনরুত্থান পৃথিবীতে হয়নি, বাংলাদেশেও হবে না: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি, বাংলাদেশেও হবে না। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর মিরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদ তাহমিদ ও শহীদ মাসুদ রানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ পরিবারের জন্য আর্থিক সহযোগিতার ব্যবস্থাও করা হয় এ সময়।
রিজভী বলেন, “ফ্যাসিস্টরা কোনো সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। ইতালি-জার্মানিসহ গণতন্ত্রপ্রিয় মানুষ বিশ্বের কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেয়নি। যারা দেশের শিশুদের রক্ত পান করে, তারা রাজনীতি করতে পারে না। ফ্যাসিস্টদের পুনরুত্থান হলে গণতন্ত্রের পক্ষে সোচ্চার যারা, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হবে। গত ১৫ বছরের বেশি সময় ধরে যাদের ওপর নির্যাতন চলছে, গুম বা মিথ্যা মামলায় আটক করা হয়েছে, তাদের ওপর আবারও শেখ হাসিনার রক্তাক্ত কর্মসূচি নেমে আসবে।”
ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে রিজভী বলেন, "শহীদদের পরিবারগুলো ছিল কর্মক্ষম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তারা নিজেদের জীবন দিয়ে গণতন্ত্রের জন্য লড়েছে। এসব পরিবারের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত এবং তাদের যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি দেওয়া প্রয়োজন।"
আওয়ামী লীগের মহিউদ্দিন আহমেদ মহির বিরুদ্ধে সমবায় ব্যাংকের সোনা চুরির অভিযোগ তুলে রিজভী বলেন, “দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে শেখ হাসিনা। তিনি ক্ষমতা টিকিয়ে রাখতে সব ধরনের অনিয়মকে অনুমোদন দিয়েছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী নয়, দস্যু ও মাফিয়া সিন্ডিকেটের প্রধান।”
এ সময় বিএনপির নেতা বজলুল বাছিত আঞ্জু, এবং 'আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।