গাড়ি পোড়ানোর মামলায় মির্জা ফখরুল-রিজভীসহ ৮ জন খালাস
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বামে) ও রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
রাজধানীর পল্টন থানার গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (২ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে মামলা থেকে তাদের খালাস দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত।
খালাস পাওয়া অপর ছয়জন হলেন- বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি নেতা সাইফুল আলম, কাজী রেজাউল হক, মোয়াজ্জেম হোসেন, খন্দকার এনামুল হক ও বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মুহাম্মদ শফিকুল ইসলাম।
মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের করা হয়রানিমূলক মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। ২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানায় মামলা করে পুলিশ। মামলার পাঁচ বছরের মাথায় ২০১৭ সালের ২৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এই মামলায় গত বছরের ৩ সেপ্টেম্বর মির্জা ফখরুলসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় আদালত সব আসামিকে খালাস দিয়েছেন।