কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। ষড়যন্ত্র এখনো থেমে যায়নি, চলমান আছে। আমাদের দেশের কিছু রাজনৈতিক দল বিভ্রান্তিমূলক কথা বা বক্তব্য দিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়ে। সকল ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরার কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা দেশকে মানুষের প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নেয়া। যতবার বিএনপি দেশ চালানোর সুযোগ পেয়েছে ততবারই দেশের মানুষের জীবন উন্নত করার চেষ্টা করেছে। বিএনপির রাজনীতি উন্নয়নের ও উৎপাদনের রাজনীতি বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাগুলোকে আমরা সামনে নিয়ে আসতে চাই। এ সময় তিনি সাতক্ষীরা অঞ্চলের সম্ভাবনা সমূহ উল্লেখ করে বলেন, সাতক্ষীরা অঞ্চলে বিখ্যাত ক্ষীরশাপাতি আম পাওয়া যায়। সারাদেশে এই আমের চাহিদা রয়েছে। এটি সংরক্ষণের ব্যবস্থা করলে এর সুবিধা সরাসরি এলাকার মানুষজন পাবে। এতে আয়ের উৎস বাড়বে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এই এলাকায় চিংড়ি বা মাছের ঘের আছে। তবে বর্ষাকালে বেড়িবাঁধ নিয়ে এই এলাকার মানুষদের দুশ্চিন্তায় থাকতে হয়। বাঁধ মজবুত থাকলে মাছ সুরক্ষিত থাকবে। তাই বাঁধ সুরক্ষায় নজর দিতে হবে। সাতক্ষীরার পাশেই রয়েছে সুন্দরবন। সুন্দরবনে যত ধরণের সম্ভাবনা রয়েছে এসব কাজে লাগানোর প্রতিও জোর দেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা বাংলাদেশের প্রত্যেকটি এলাকার সম্ভাবনাকে বের করে আনতে চাই। দেশের উন্নয়ন ও এলাকার মানুষের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এই সম্ভাবনাগুলোকে তখনই বাস্তবায়ন সম্ভব যখন জনগণের নির্বাচিত একটি সরকার দেশ পরিচালনা করবে। খালেদা জিয়ার সরকার জনগণের সরকার ছিলো বলেই নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। জিয়াউর রহমানের নেতৃত্বেই সারাদেশে খাল খনন কর্মসূচী ঘোষণা করা হয়েছিল। বিএনপি ক্ষমতায় এলে এসব কর্মসূচী আবার চালু করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক এমপি ও সদ্য কারামুক্ত নেতা হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম, সাবেক এমপি কাজী আলাউদ্দীন, শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান, আইনুল ইসলাম নান্টা প্রমুখ।