কৃষক আত্মহত্যায় বিচারের দাবি জাতীয়তাবাদী কৃষক দলের
কৃষকের আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে জাতীয়তাবাদী কৃষক দল। শনিবার (৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় সেচ পাম্প স্থাপনে শাসক দলের প্রভাবশালী কর্তৃক বাধা দেওয়ায় কৃষক শফিউদ্দিন প্রতিবাদ স্বরূপ নিজের ফষলের জমিতেই ফাঁসির মঞ্চ বানিয়ে মানিকচাঁদ গ্রামে আত্মহত্যা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই নির্মম ও মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার দাবি করেছেন।
নেতৃদ্বয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফসলের মাঠে এই আত্মহত্যা আমাদের দেশের কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থার নগ্নরূপ প্রকাশ করে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে অবিলম্বে বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা।
নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আহাম্মদ আলী চলতি বোরো মৌসুমে আবাদের জন্য কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) থেকে একটি সেচ পাম্প স্থাপনের অনুমতি পান। একই গ্রামের সফি উদ্দিনও বিএডিসি কর্তৃপক্ষের কাছে নতুন সেচপাম্প স্থাপনের অনুমতি চেয়ে আবেদন করেন। অনুমতি পাওয়ার আগেই পার্শ্ববর্তী বাদলাকুড়া গ্রামের ফসলের মাঠে তিনি পাম্পের জন্য খননকাজ শুরু করেন। তবে একই মাঠে দুটি পাম্প স্থাপন নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন তারা। তাদের বিরোধ সমাধানের জন্য স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান স্থানীয় লোকজনকে নিয়ে একটি সালিস করেন। এতে সিদ্ধান্ত হয়, সফি উদ্দিন আর পাম্প স্থাপন করবেন না। ইতিমধ্যে খননকাজের জন্য তাঁর যে অর্থ ব্যয় হয়েছে, তা বাবদ তাকে ২০ হাজার টাকা দেবেন আহাম্মদ আলী।
এরপর পাশের জমিতে পাম্প স্থাপন করতে গেলে আলী আহাম্মদকে বাধা দেন সফি উদ্দিন। সালিসের সিদ্ধান্ত না মানায়, তার নামে ইউপি সদস্য মজিবরের কাছে নালিশ করেন আলী আহাম্মদ। তারা দুজনে তখন সফিউদ্দিনকে সালিসের মাধ্যমে দেওয়া ২০ হাজার টাকা ফেরত দিতে বলেন। তিনি রাজি না হওয়ায় নানাভাবে চাপ দেন তারা। এতে ক্ষুব্ধ হয়ে কৃষক সফি উদ্দিন মঙ্গলবার রাতে ঘর থেকে বেরিয়ে যান। পরে বুধবার সকালে ফসলের মাঠে একটি ফাঁসির মঞ্চে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন।
কৃষক সফি উদ্দিনের এমন মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
এমএইচ/টিটি