হত্যাকাণ্ডের তদন্ত দাবি করে জাতিসংঘে চিঠি দিয়েছে বিএনপি
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে সব হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক মানের তদন্ত চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের কাছে এই চিঠি তুলে দেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর গুলশানের জাতিসংঘের কার্যালয়ে এই চিঠি দেওয়া দেওয়া হয়।
সংক্ষিপ্ত আলাপচারিতা শেষে বের হয়ে আমির খসরু গণমাধ্যমকে বলেন, বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী আমরা এসেছি জাতিসংঘের কাছে আবেদন নিয়ে। সেটা হচ্ছে- অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, দেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে তার আন্তর্জাতিক মানের নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত করতে হবে।
‘আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে হত্যাযজ্ঞ ও খুন হয়েছে এটা উন্মোচন করার প্রয়োজন আছে। জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে সরকারের নির্দেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, তা দেশে এবং বাইরে তুলে ধরতে হবে। যাতে আগামী দিনে কেউ সাহস না করে দেশের মানুষকে হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা, সেটা যেন কারও মধ্যে না আসে।’
অন্তর্বর্তী সরকারকেও জাতিসংঘকে তদন্ত করতে বলার জন্যও অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। কোটা আন্দোলনকে ঘিরে যে ঘটনা ঘটেছে তা সারাবিশ্বে ঘৃণিত হয়েছে, সবাই তার প্রতিবাদ করেছে বলে উল্লেখ করেন খসরু।