মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ | ২৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

হাছান মাহমুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

ছবি: সংগৃহীত

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই স‌ঙ্গে তাদের ব্যাংক হিসাবের সব তথ‌্য চেয়েছে সংস্থা‌টি।

রোববার (১১ আগস্ট) বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএফআইইউ’র পক্ষ থেকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে পাঠা‌নো চি‌ঠিতে বলা হয়েছে— হাসান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা ও মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ থাকবে।

সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি নবম জাতীয় সংসদে চট্টগ্রাম-৬ আসন এবং দশম ও একাদশ জাতীয় সংসদে চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত হন।

তিন এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Header Ad
Header Ad

আল্লু অর্জুনের নতুন সিনেমার বাজেট ৮০০ কোটি রুপি, পরিচালনায় অ্যাটলি

পরিচালক অ্যাটলি ও অভিনেতা আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন এবার আরও বড় বাজেটের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, আল্লু অর্জুন ব্লকবাস্টার পরিচালক অ্যাটলির সঙ্গে একসঙ্গে কাজ করবেন এবং তাদের সিনেমাটির বাজেট হবে ৮০০ কোটি রুপি। তবে, এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, আল্লু অর্জুনের পারিশ্রমিক হিসাবে ১৭৫ কোটি রুপি দেওয়া হবে। এই প্রকল্পের প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স লাভের ১৫ শতাংশ অংশীদারিত্বের চুক্তিতে রয়েছে। অন্যদিকে, পরিচালক অ্যাটলি তার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তার ষষ্ঠ সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন।

অভিনেতা আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

এছাড়া, সিনেমাটির নির্মাণ ব্যয় আনুমানিক ২০০ কোটি রুপি নির্ধারিত হয়েছে এবং ২৫০ কোটি রুপি খরচ করে অত্যাধুনিক ভিএফএক্স প্রযুক্তির মাধ্যমে সিনেমার ক্যানভাস তৈরি করা হবে। নির্মাতারা এই সিনেমাকে একটি প্যান-ইন্ডিয়ান ব্লকবাস্টার হিসেবে উপস্থাপন করতে চাইছেন এবং বিশ্বব্যাপী এটি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন।

মজার ব্যাপার হলো, একই সময়ে এসএস রাজামৌলি পরিচালিত মহেশ বাবুর সিনেমাটির বাজেট প্রায় ১০০০ কোটি রুপি।

আজ, ৮ এপ্রিল, আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে এই সিনেমার ঘোষণাটি সকাল ১১টায় দেওয়া হবে, যা তার ভক্তদের জন্য অত্যন্ত প্রতীক্ষিত।

Header Ad
Header Ad

ইসরাইলি হামলায় জীবন্ত পুড়ে মারা গেলেন ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মানসুর

ইসরাইলি হামলায় জীবন্ত পুড়ে মারা গেলেন ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মানসুর। ছবি: সংগৃহীত

দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি বিমান হামলায় গুরুতর দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মানসুর। প্যালেস্টাইন টুডে নিউজ এজেন্সির এই প্রতিবেদক সোমবার রাতে খান ইউনিসের নাসের হাসপাতালের পাশে সাংবাদিকদের অবস্থান করা একটি তাবুতে হামলার শিকার হন।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার পর আগুনে জ্বলতে থাকা অবস্থায় তাকে দেখা যায় এবং ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানসুর। একই হামলায় আরও এক সাংবাদিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত আটজন। ইসরাইলি সেনাবাহিনী হামলার দায় স্বীকার করে জানায়, তাদের লক্ষ্য ছিল সাংবাদিক হাসান এলসালাইয়েহ, যিনি তেল আবিবের ভাষ্য অনুযায়ী হামাস সদস্য। তিনি হামলায় আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি অভিযানে এ পর্যন্ত ২১১ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইসরাইলি বাহিনী ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে তীব্র হামলা শুরু করে, যাতে ইতোমধ্যে প্রায় ১,৪০০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৩,৪০০ জনেরও বেশি। এই হামলার ফলে জানুয়ারির যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে পড়েছে।

সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় আরও বড় পরিসরে হামলার ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপের পেছনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা রয়েছে, যেখানে ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়নের ইঙ্গিত দেওয়া হয়।

স্থানীয় হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন ৫০,৭০০ জনেরও বেশি মানুষ, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গত নভেম্বরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে, গাজায় সংঘটিত ঘটনার জন্য ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এ গণহত্যার মামলাও চলমান।

Header Ad
Header Ad

২৯ এপ্রিল থেকে ২০২৫ সালের হজ ফ্লাইট শুরু

ছবি: সংগৃহীত

আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের পবিত্র হজ ফ্লাইট। প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই ফ্লাইট উদ্বোধন করবেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জানানো হয়।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, অনলাইন প্লাটফর্মে বাড়িভাড়ার রিকোয়েস্ট সাবমিট ও উক্ত রিকোয়েস্ট অনুমোদন না হওয়ায় ১০ হাজার ৪৮৭ জন হজ যাত্রী যেতে না পারার শঙ্কায় ধর্ম মন্ত্রণালয়। তবে কোনো এজেন্সির অবহেলা বা গাফলতির কারণে হজযাত্রী না যেতে পারলে সেই দায় এজেন্সির।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকছেন ৫,২০০ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন।

চলতি বছর হজের খরচ গত বছরের তুলনায় ১ লাখ টাকার বেশি কমানো হয়েছে। সরকার দুটি প্যাকেজ ঘোষণা করেছে: প্যাকেজ-১: মসজিদুল হারাম থেকে ৩ কিমি দূরত্বে আবাসন খরচ: ৪,৭৮,২৪২ টাকা। প্যাকেজ-২: মসজিদুল হারাম থেকে ১.৫ কিমি দূরত্বে আবাসন। খরচ: ৫,৭৫,৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৪,৮৩,১৫৬ টাকা।

এবারের হজ প্যাকেজ নির্ধারণে সৌদি রিয়ালের মান ধরা হয়েছে ৩২.৫০ টাকা, যেখানে গত বছর ছিল ২৯.৭৪ টাকা। ফলে সৌদি অংশের কিছু খরচ বাড়লেও, সামগ্রিকভাবে হজের খরচ কমানো সম্ভব হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার হজ ফ্লাইট ও যাত্রী ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি ও সেবা নিশ্চিত করা হয়েছে। জেদ্দা ও মদিনায় এবং ঢাকায় হজ অফিসে পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও অন্যান্য ফ্লাইট অপারেটররা নির্ধারিত সময় অনুযায়ী প্রাক-হজ ও পোস্ট-হজ ফ্লাইট পরিচালনা করবে। এ বছর মোট ১,২৭,১৯৮ জন মুসল্লি হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫,০০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১,১২,১৯৮ জন যাবেন।

প্রসঙ্গত, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ, অর্থাৎ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ বা ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আল্লু অর্জুনের নতুন সিনেমার বাজেট ৮০০ কোটি রুপি, পরিচালনায় অ্যাটলি
ইসরাইলি হামলায় জীবন্ত পুড়ে মারা গেলেন ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মানসুর
২৯ এপ্রিল থেকে ২০২৫ সালের হজ ফ্লাইট শুরু
উত্তাল ভারতে ওয়াকফ বিল আইনে পরিণত, মনিপুরে বিজেপি নেতার বাড়িতে আগুন
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
মাকে জামায়াত রুকন অপবাদ দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করেন তুরিন আফরোজ: অভিযোগ মায়ের
ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই কূটনীতিক
বিক্ষোভের নামে লুটপাট নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী
ফরিদপুরে বাস দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৫ জন নিহত, আহত অন্তত ৩০
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন তামিম ইকবাল
ফেসবুকে লুটের মাল বিক্রির পোস্ট, সিলেটে ১৪ জন আটক
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত
১৫ এপ্রিল থেকে ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ
খুলনায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ৩১ জন
স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত করলো বিএনপি
শুল্ক ছাড়ে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র, চীনের ওপর ট্রাম্পের হুঁশিয়ারি
সন্তানকে ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’, ‘ক্রিম আপা’র ব্যাখ্যা চেয়েছে প্রশাসন
ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির
সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গায় বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ