বিএনপির সমাবেশে বক্তব্য রাখবেন বেগম খালেদা জিয়া
বিএনপির সমাবেশে বক্তব্য রাখবেন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে জনতার ঢল নেমেছে। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। ইতোমধ্যে প্রস্তুত হয়ে গেছে সমাবেশ মঞ্চ। এদিকে এই সমাবেশের মধ্যে দিয়ে দীর্ঘ প্রায় সাত বছর পর দেশবাসীর সামনে কথা বলতে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়।
বুধবার (৭ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি।
সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে তিনি বক্তব্য রাখবেন বলে বিএনপি সূত্রে জানা গেছে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারির পরে তিনি আর গণমাধ্যমে বা দেশবাসীর সামনে কথা বলতে পারেননি। আজ তিনি কথা বলবেন। তার সেই বক্তব্য শুনার জন্য অধির আগ্রহে দলের লাখ লাখ নেতাকর্মীসহ দেশবাসী।
দীর্ঘ সময় পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উৎসবের আমেজ। এতদিন যেসব সভা-সমাবেশ করেছে দলটি সেগুলোতে উদ্বেগ-উৎকণ্ঠার মাঝেও জড়ো হতেন নেতাকর্মীরা। তবে আজকের চিত্র ভিন্ন।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয় দুপুর ২টা থেকে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মী আসছেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন এবং বিজয় উল্লাস করে। আর আজ কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই রাজধানীতে সমাবেশ করছে বিএনপি। কোনো ধরনের অনুমতি ছাড়াই তারা নয়াপল্টনে জড়ো হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত থেকে নয়াপল্টন দলের কার্যালয়ের সামনে সমাবেশ মঞ্চ তৈরির কাজ করা হয়। আর আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।