স্বাধীনতা বিরোধীরা যেনো ক্ষমতায় আসতে না পারে: এনামুল হক শামীম
স্বাধীনতা বিরোধী শক্তি যেন পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি। বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা বিরোধী শক্তি নানা উপায়ে ক্ষমতায় এসেছে। আর যেন কখনো সুযোগ না পায় এজন্য দেশবাসী ও তরুণ সমাজকে সচেতন থাকতে হবে।
বুধবার (২ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা জেলা পশ্চিমাঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের পূর্নমিলনী অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে মুক্তমঞ্চে তিনি এসব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সংসদ সদস্য বেনজীর আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল, সাধারন সম্পাদক হাবিবুর রহমান লিটন।
এনামুল হক শামীম বলেন, বাংলাদেশ স্বাধীনতা বিরোধী, জঙ্গি এবং যুদ্ধাপরাধীদের দেশ নয়, এই দেশ মুক্তিযোদ্ধাদের, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের দেশ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেভাবেই দেশটাকে গড়ে তুলতে চাই।
তিনি বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসে যুদ্ধাপরাধী, রাজকার-আলবদরদের পুনর্বাসন করেছে। তারই ধারাবাহিকতায় খালেদা জিয়া ক্ষমতায় এসে রাজাকারদের গাড়িতে পতাকা লাগিয়েছেন। রাজাকার, আলবদর, আল শামস আর খুনিরা যেন আর কখনো ক্ষমতায় না আসতে পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আবুল হোসেন, প্রফেসর আব্দুল্লাহ হিল কাফী, ঢাকা জেলার পুলিশ সুপার সরদার মারুফ হাসান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুর এ আলম আশিক প্রমূখ।
এসএম/এএস